TRENDING:

Kamala Harris vs Michelle Obama: দুই নারী...কমলা হ্যারিস না মিশেল ওবামা? প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কাকে বেছে নেবেন ডেমোক্র্যাটরা? ঘরেই শুরু লড়াই

Last Updated:

জো বাইডেনের হোয়াইট হাউসের দৌড়ে না থাকার সিদ্ধান্তের প্রশংসা করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে কমলা হ্যারিসের প্রার্থী হওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে৷ এর উপরে, জো বাইডেন কমলা হ্যারিসের নাম উল্লেখ করার প্রায় সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ট্রেন্ডিং হতে শুরু করেছেন মিশেল ওবামা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকা: আশির উপরে বয়স৷ ভঙ্গুর স্বাস্থ্য৷ তদুপরি সাম্প্রতিক মার্কিন ইতিহাসের সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট৷ এমনকী, চাপ ছিল দলের অন্দরেও৷ সব মিলিয়ে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যে আমেরিকার বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করবেন না তা একরম স্থিরই ছিল৷ শুধু ঘোষণা করা হল গত রবিবার৷ জো বাইডেন ডেমোক্র্যাট সমর্থকদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না, বরং প্রেসিডেন্ট হিসাবে তাঁর বাকি সময়টা দায়িত্বপালনের দিকেই বিশেষ নজর দিতে চান৷
advertisement

এই পর্যন্ত ঠিক ছিল৷ কিন্তু, বিদায় জানানোর আগেই তিনি জনসমক্ষে জানিয়ে গেলেন তাঁর পছন্দের পরবর্তী উত্তরসূরির নামও৷ তিনি হলেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ ডোনাল্ড ট্রাম্পের মতো রিপাবলিকান প্রার্থীর সঙ্গে সম্মুখ সমরে নামার জন্য কমলা হ্যারিসের নেতৃত্বেই ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গেলেন জো বাইডেন৷ বললেন, ‘‘২০২০ সালে যখন আমি প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিই, তখনই আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছিলাম৷ আমার মনে হয়, এটাই আমার নেওয়া সবচেয়ে ভাল সিদ্ধান্ত৷ আজ, এবছরের প্রার্থী হিসাবে আমি কমলাকে আমার পূর্ণ সমর্থন জানাতে চাই৷’’

advertisement

আরও পড়ুন: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন, লড়াই সহজ হল ট্রাম্পের?

যদিও ২০২৪ এর প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে যে কমলা হ্যারিসের নাম আসতে চলেছে, তা একপ্রকার জানাই ছিল সকলের৷ ট্রাম্প ক্যাম্প সেই বুঝে নানা ইস্যুতে হ্যারিসের বিরুদ্ধে প্রচারও শুরু করে দিয়েছিল ইতিমধ্যেই৷ কিন্তু, এর মধ্যেই বাইডেন সরাসরি কমলা হ্যারিসকে সমর্থন করায় দলের অন্দরে প্রার্থিপদের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে বেশ খানিকটা এগিয়েই খেলতে শুরু করবেন হ্যারিস৷

advertisement

কিন্তু, ভারতীয় বংশোদ্ভূত কমলার জন্য দলের অন্দরের লড়াইটা খুব একটা সহজ হবে না৷ কারণ, তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে আসতে চলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা পত্নী মিশেল ওবামা৷ প্রসঙ্গত, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কে হবেন, তা নির্বাচন করার জন্য দলীয় স্তরেও একটি নির্বাচন অনুষ্ঠিত হব৷ এটাই রীতি৷ আগামী ১৯ অগাস্ট শিকাগোয় দ্য ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি কনভেনশন শুরু হওয়ার কথা৷

advertisement

জো বাইডেনের হোয়াইট হাউসের দৌড়ে না থাকার সিদ্ধান্তের প্রশংসা করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে কমলা হ্যারিসের প্রার্থী হওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে৷ এর উপরে, জো বাইডেন কমলা হ্যারিসের নাম উল্লেখ করার প্রায় সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ট্রেন্ডিং হতে শুরু করেছেন মিশেল ওবামা৷

আরও পড়ুন: ‘আমরা কারা? রাজাকার!,’ মুক্তিযুদ্ধের এই শব্দ কী ভাবে আগুন ছড়াল বাংলাদেশে? এর অর্থই বা কী?

advertisement

আমেরিকার বিভিন্ন জনসমীক্ষা বলছে, বেশিরভাগ ডেমোক্র্যাট সমর্থকই চাইছেন ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসের দৌড়ে যোগ্য প্রার্থী হতে পারেন একমাত্র মিশেল ওবামা-ই৷ কমলা হ্যারিস নন৷ সম্প্রতি ‘নোবেল প্রেডিকটিভ ইনসাইটস’-এর করা সমীক্ষায় দেখা গিয়েছে, ২৪ শতাংশ ডেমোক্র্যাটই মিশেলকে তাঁদের প্রার্থী হিসাবে চাইছেন৷ অন্যদিকে, মাত্র ৭ শতাংশ ডেমোক্র্যাটের সমর্থন পেয়ে সমীক্ষার নিরিখে সপ্তম স্থানে রয়েছেন কমলা৷

তাহলে, কমলা না মিশেল? ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদের মুখ করে তোলা হবে তার সিদ্ধান্ত হবে আগামী ১৯ অগাস্ট থেকে শিকাগোয় অনুষ্ঠিত দ্য ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি কনভেনশনে৷ সেখানে, আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৪ হাজার ডেমোক্র্যাট সমর্থক এসে উপস্থিত হবেন৷ তাঁরাই নির্বাচন করবেন নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটের মুখ কে হবেন?

বাইডেন ৩৮০০ সমর্থকের সমর্থনের ভিত্তিতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হয়েছিলেন৷ এখন সেই বাইডেন সমর্থন করছেন কমলা হ্যারিসকে৷ স্বভাবতই দলের অন্দরে এই সমর্থন তাঁকে লড়াইয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে৷ তবে বারাক ওবামা তথা মিশেল ওবামার সার্বিক জনপ্রিয়তাও একেবারে ফেলনা নয়৷ ইতিমধ্যেই নানা জনহিতকর কাজে নিজেকে জড়িয়ে রাখতে দেখা গিয়েছে মিশলকে৷

প্রাক্তন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাস্বামী আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবারের নির্বাচনে জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করবেন না৷ সেটা সত্যি প্রমাণিত হয়েছে৷ এবার তিনি আরও একধাপ এগিয়ে জানিয়েছেন, কমলা হ্যারিসও এবারে ডেমোক্র্যাট প্রার্থী হচ্ছেন না৷ তবে কি, বিবেকের এই ভবিষ্যদ্বাণীও সত্যি হয়ে যাবে?

বাংলা খবর/ খবর/বিদেশ/
Kamala Harris vs Michelle Obama: দুই নারী...কমলা হ্যারিস না মিশেল ওবামা? প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কাকে বেছে নেবেন ডেমোক্র্যাটরা? ঘরেই শুরু লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল