TRENDING:

Christmas in Bethlehem: প্রভু যিশুর জন্মস্থানেই বড়দিনে অন্ধকার, যুদ্ধের আতঙ্কে খা খা করছে বেথলেহেম

Last Updated:

জেরুজালেমের দক্ষিণে অবস্থিত বেথলেহেমের সবথেকে বড় আকর্ষণ 'চার্চ অফ দ্য নেটিভিটি'৷ ক্রিস্টানরা বিশ্বাস করেন, যে জায়গায় প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই এই চার্চ গড়ে উঠেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেথলেহেম: বড়দিনে আলোর মালায় সেজে উঠেছে বিশ্বের অধিকাংশ দেশ৷ গির্জায় গির্জায় চলছে প্রার্থনা৷ সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া, উপহার বিলি৷ কিন্তু গোটা পৃথিবী আলোর মালায় সেজে উঠলেও বড়দিনে যেন অন্ধকার নেমে এসেছে প্রভু যিশুর জন্মস্থান বেথলেহেমে৷ সৌজন্যে ইজরায়েল এবং পালেস্তাইনের যুদ্ধ৷
বড়দিনেও জনশূন্য বেথলেহেম৷ ছবি-রয়টার্স
বড়দিনেও জনশূন্য বেথলেহেম৷ ছবি-রয়টার্স
advertisement

অন্যান্য বছর বড়দিনে রীতিমতো গমগম করে বেথলেহেম৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রভু যিশুর জন্মস্থানে ভিড় জমান পর্যটকরা৷ কিন্তু এবার ছবিটা সম্পূর্ণ উল্টো৷ বড়দিনেও কার্যত খা খা করছে বেথলেহেম৷ কারণ বেথলেম প্যালেস্তাইনের মধ্যে পড়ে৷ বেথলেহেম যে অঞ্চলের মধ্যে পড়ে, সেই ওয়েস্ট ব্যাঙ্ক এখন ইজরায়েলের দখলে রয়েছে৷ ফলে ওই অঞ্চলের সমস্ত হোটেল, রেস্তোরাঁ অথবা দোকানপাট এখন পর্যটকশূন্য৷

advertisement

গত ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আঘাত হানে প্যালেস্তাইনের হামাস বাহিনী৷ তার পর থেকে প্যালেস্তাইনের উপরে প্রত্যাঘাত করে ইজরায়েল৷ যার ফলে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ওয়েস্ট ব্যাঙ্ক৷ এই পরিস্থিতিতে আর বেথলেহেমে আসার সাহস দেখাননি কোনও পর্যটক৷

আরও পড়ুন: ২২ মাসের যুদ্ধ কেড়েছে বহু প্রাণ! ২০২৩-এ ভয়ঙ্কর চিত্র রাশিয়া-ইউক্রেনের লড়াইয়ে

advertisement

বেথলেহেমে প্রায় চারটি প্রজন্ম ধরে বাস করছেন জোয়ে কানাভাতি৷ সেখানে একটি হোটেল চালান তাঁরা৷ জোয়ের কথায়, একজন অতিথিও আমাদের হোটেলে আসেননি৷ পুরো হোটেলই খালি৷ এটা বোধহয় সবথেকে খারাপ ক্রিসমাস৷ বড়দিনেই বেথলেহেমে সবকিছু বন্ধ রয়েছে৷ কোনও ক্রিসমাস ট্রি, আনন্দ বড়দিনের আমেজ কিছুই নেই৷

জেরুজালেমের দক্ষিণে অবস্থিত বেথলেহেমের সবথেকে বড় আকর্ষণ চার্চ অফ দ্য নেটিভিটি৷ ক্রিস্টানরা বিশ্বাস করেন, যে জায়গায় প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই এই চার্চ গড়ে উঠেছে৷ বছরভর অসংখ্য পর্যটক বেথলেহেমে ভিড় জমান৷ গোটা বিশ্ব থেকে আসা এই লক্ষ লক্ষ পর্যটকদের উপরেই বেথলেহেমের অর্থনীতি ভীষণ ভাবে নির্ভরশীল৷ স্থানীয় মানুষ উপার্জন, কর্মসংস্থানের জন্যও পর্যটকদের দিকেই তাকিয়ে থাকেন৷

advertisement

হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত ৭ অক্টোবর ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ শুরু হওয়ার আগে থেকেই বড়দিনের জন্য হোটেলের প্রায় সব ঘরের অগ্রিম বুকিং হয়ে গিয়েছিল৷ ঘরের চাহিদা এতটাই বেশি ছিল যে অন্য জায়গায় পর্যটকদের ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করতে হচ্ছিল হোটেল ব্যবসায়ীদের৷ কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সব ঘরের বুকিং বাতিল করে দেন পর্যটকরা৷ এমন কি, আগামী বছরের বুকিংও বাতিল হয়ে যাচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব বহু পুরনো৷ ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকেই ওই অঞ্চলের দখল নিয়ে ইহুদিদের বসতি গড়ে তোলে ইজরায়েল৷ যদিও বিশ্বের বহু দেশই এই দখলদারিকে অবৈধ বলে অভিযোগ করে এসেছে৷ তার পরেও অবশ্য পিছু হটেনি ইজরায়েল৷ প্যালেস্তাইনও ওয়েস্ট ব্যাঙ্কের দাবি ছাড়তে নারাজ৷ প্যালেস্তাইনীয়দের দাবি, ভবিষ্যতে ওয়েস্ট ব্যাঙ্ককে ভিত্তি করেই নতুন একটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠবে৷ ইজরায়েল আবার ঐতিহাসিক এবং বাইবেলের সূত্র ধরে ওই এলাকাকে নিজেদের বলে দাবি করে এসেছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Christmas in Bethlehem: প্রভু যিশুর জন্মস্থানেই বড়দিনে অন্ধকার, যুদ্ধের আতঙ্কে খা খা করছে বেথলেহেম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল