জানা গিয়েছে এটা নিছক লাঞ্চ নয়। বরং এ হল উত্তরাধিকার নির্বাচনের পন্থা। সন্তানদের উত্তর থেকেই নাকি ধনীতম ব্যক্তি ঠিক করেন কে হবে তাঁর বিশ্বজোড়া বাণিজ্যের উত্তরাধিকারী। এখনও পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেননি কোন সন্তানকে দিয়ে যাবেন রাজপাট। জানতে চাইলেই বলেন, যোগ্যতা অনুযায়ী উত্তরাধিকার বর্ষিত হবে। প্রতি মাসে এই লাঞ্চ সেশন কার্যত রাজ্যপাটের পরবর্তী পতাকাবাহীর কষ্টিপাথর যাচাই।
advertisement
প্রসঙ্গত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত বছরের শেষ দিকে মসিয়ঁ আরনো তাঁর ধনসম্পদ ও বিত্তে টেক্কা দিয়ে যান টেসলা সিইও এলন মাস্ক-কে। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ২০৮ বিলিয়নের বলে জানা গিয়েছে। আরনো-র সংস্থার ছাতার নীচে বিরাজমান লুই ভিতোঁ, বুলগারি, তিফানি, ক্রিশ্চিয়ান দি’ওর, সেফোরা-সহ একাধিক নামী দামী ব্র্যান্ড।
ইতিমধ্যেই সংস্থার নানা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব আরনো সঁপেছেন তাঁর সন্তানদের। কিন্তু তাঁর বিশাল সাম্রাজ্যের সিংহভাগের কর্ণযদার কে হবেন, সে নাম এখনও অধরা বিশ্ববাসীর কাছে।