TRENDING:

বাংলাদেশের সাংস্কৃতিক নিরাপত্তাও রইল না! ভাঙচুর, ইটবৃষ্টির জেরে বাতিল ফরিদপুরে জেমসের কনসার্ট

Last Updated:

Bangladesh Unrest| ফরিদপুরে নগর বাউল জেমসের কনসার্টে হামলা ও বাতিল! বাংলাদেশে সাংস্কৃতিক নিরাপত্তা ও শিল্পীদের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ফরিদপুরে বাঙালি রকগীতের আইকন জেমস-এর কনসার্টে হামলার ঘটনা ঘটেছে, যা কেবল এক জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠান ভাঙচুরের ঘটনা নয় — এটি বাংলাদেশের সাংস্কৃতিক স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন তোলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশে চলমান অস্থিরতার আবহে আবারও প্রশ্নের মুখে পড়ল সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা। ফরিদপুরে জনপ্রিয় রকশিল্পী নগর বাউল জেমসের একটি কনসার্ট ভাঙচুর ও ইটবৃষ্টির ঘটনার জেরে বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে শিল্পীদের স্বাধীনভাবে মঞ্চে ওঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ফরিদপুরে নগর বাউল জেমসের কনসার্টে হামলা ও বাতিল, বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে!
ফরিদপুরে নগর বাউল জেমসের কনসার্টে হামলা ও বাতিল, বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে!
advertisement

২৬ ডিসেম্বর রাতে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বার্ষিকী অনুষ্ঠানে রকস্টার নগর বাউল জেমস স্বল্পসময়ের মধ্যে মঞ্চে উঠবেন বলে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঠিক অনুষ্ঠানের শুরু হওয়ার আগে “বহিরাগত” বলে অভিহিত একদল জনতা জোর করে অনুষ্ঠানস্থলে ঢুকতে চেষ্টা করে এবং মঞ্চের দিকে ইট-পাথর ছুড়ে তাণ্ডব শুরু করে বলে জানা গিয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, দর্শক ও আয়োজকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও নিরাপত্তার তৎপরতায় জেমস নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হলেও, আক্রমণে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে খবর আসে; আহতদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

advertisement

স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?

মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে আয়োজক ও দর্শকদের মধ্যে। সম্ভাব্য বড়সড় দুর্ঘটনা এড়াতে শেষ পর্যন্ত আয়োজকেরা কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেন। ‘রক গুরুর’ তকমায় পরিচিত জেমস নিরাপদে স্থান ত্যাগ করেন; তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন। এই ঘটনার পর বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে বিস্তৃত উদ্বেগ দেখা দিয়েছে। ক্রমবর্ধমান চরমপন্থী প্রভাবের মধ্যে শিল্পীরা আদৌ কতটা নিরাপদে পারফর্ম করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

advertisement

advertisement

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে অস্থিরতা আরও বেড়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ওরফে শরিফ ওসমান হাদিকে হত্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ, ১২ ডিসেম্বর তাঁকে গুলি করে হত্যা করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের কয়েকজন সদস্য দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে। এরপর ঢাকা ও চট্টগ্রাম-সহ একাধিক শহরে দাঙ্গা, অগ্নিসংযোগ ও গণহিংসার ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের দফতর যেমন প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনও হামলার লক্ষ্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়িতেও আক্রমণের খবর সামনে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ক্রোশজুড়ি, মান রাজাদের স্মৃতি বহনকারী এক রহস্যময় প্রত্নক্ষেত্র
আরও দেখুন

এই প্রেক্ষাপটে ফরিদপুরে জেমসের কনসার্টে হামলার ঘটনা শুধু একটি অনুষ্ঠান বাতিল হওয়ার খবর নয়, বরং বাংলাদেশে সংস্কৃতি ও মতপ্রকাশের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কার ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাংলাদেশের সাংস্কৃতিক নিরাপত্তাও রইল না! ভাঙচুর, ইটবৃষ্টির জেরে বাতিল ফরিদপুরে জেমসের কনসার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল