ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর দুই অভিনেত্রীকে ছেড়ে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
আরও পড়ুন: ভারত ছাড়াও অনেক দেশের নোট ছাপা হয় ভারতের টাঁকশালে, কোন কোন দেশের জানলে চমকে উঠবেন
শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ তিনি বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেছিলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে”। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ এবং মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ। দুই অভিনেত্রীই ইউনূস সরকারের সমালোচক হিসাবে পরিচিত।
advertisement
শাওন প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন-সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছিলেন শাওন এবং শোভা। সেই জন্যই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে অনেকে দাবি করেছিলেন।
