মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার টাকার নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর তরফ থেকে জানানো হয়েছে, অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা, ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের ছবি ২০, ১০০, ৫০০ এবং ১,০০০ টাকার নোট থেকে পাকাপাকিভাবে সরানো হবে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! রেলপথ নির্মানস্থলে হঠাৎ ধস, অন্তত ১৩ জন শ্রমিক নিখোঁজ
advertisement
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “নতুন নোটে ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত থাকবে না।” নতুন নোটগুলোতে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই উত্থানের গ্রাফিতি জায়গা পাবে।
কবে বাজারে আসছে এই নতুন টাকা? বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, নতুন নকশার নোট বাজারে আসতে এখনও প্রায় ছয় মাস সময় লাগতে পারে। তিনি বলেন, “আশা করি, আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে ছাড়া যাবে।”
আরও পড়ুন: উথাল পাতাল নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনেরও বেশি নিখোঁজ
বাংলাদেশের এই টাকা বদলের সিদ্ধান্ত যে হঠাৎ নেওয়া হয়েছে তাও নয়৷ অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স ইনস্টিটিউট বিভাগ চলতি বছরের সেপ্টেম্বরে নতুন নকশার প্রস্তাব জমা দিয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, প্রথমে চারটি নোট নতুন করে ডিজাইন করা হবে এবং ধাপে ধাপে অন্যান্য টাকা ও মুদ্রার মধ্যেও পরিবর্তন আনা হবে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বেশ অস্থির৷ ছাত্রদের নেতৃত্বে হওয়া কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে হাসিনা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের রূপ নিয়েছিল৷ দেশ ছেড়ে পালাতে হয় তৎকালীন প্রধানমন্ত্রীকে৷ কিছু ইসলামি চরমপন্থী এবং উগ্রপন্থী গোষ্ঠী দেশজুড়ে বঙ্গবন্ধুর স্মারক এবং ভাস্কর্য ভাঙচুর করেছিল।
