সোমবার হাসিনার রায় ঘোষণা নিয়ে নানা মহলেই তীব্র আগ্রহ রয়েছে৷ মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়দান হবে৷ শেখ হাসিনা-সহ মামলায় অভিযুক্ত তিন জন৷ অভিযুক্তরা হলেন বাংলাদেশের হাসিনা আমলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন পুলিশকর্তা৷ এদিকে আগেই মামলায় রাজসাক্ষী হয়েছেন প্রাক্তন পুলিশকর্তা৷ রায়দান সরাসরি সম্প্রচারিতও হবে বাংলাদেশে৷ সংস্কৃতি বিভাগের উদ্যোগে বড় পর্দায় সম্প্রচার করা হবে৷
বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, যদি দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে আওয়ামী লিগ সমর্থকরা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহজে হতে দেবে না৷ তিনি আরও এক আশঙ্কার কথা জোর দিয়ে বলেন যে হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করতে পারে আইসিটি৷
হাসিনা অভিযোগ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস এবং তাঁর সঙ্গে জোটবদ্ধরা তাঁকে “শাস্তি” দেওয়ানোর জন্য একটি পরিকল্পনা করেছিলেন, যা তাঁর দাবি অনুসারে সমস্ত আইনি নিয়ম লঙ্ঘন করেছে।
এদিকে এই বিষয়টিকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আওয়ামি লিগের৷ অশান্তি রুখতে মোতায়েন পুলিশ এবং বিজিবি৷ সেনাবাহিনী মোতায়েনের আরজি সুপ্রিম কোর্টের ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-১৷ ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লিগ সরকারের পতন ঘটে৷
