ঢাকা: দীপু দাসের পর ফের বাংলাদেশে পিটিয়ে সংখ্যালঘু যুবককে হত্যার ঘটনা ঘটল। বাংলাদেশের রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এই ঘটনা ঘটে।
advertisement
বৃহস্পতিবার সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অমৃত মণ্ডল ওরফে সম্রাট উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, দুটি আগ্নেয়াস্ত্রসহ সেলিম শেখ নামে অমৃত মণ্ডলের এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তিনি পাংশার বসা-কুষ্টিয়া গ্রামের ইসলাম শেখের ছেলে।
প্রসঙ্গত, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে এক কারখানার কর্মী দীপু দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীপু তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
এই ঘটনায় তাঁর ভাই অপু চন্দ্র দাস গত শুক্রবার অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। এই ঘটনায় পুলিশ ও র্যাব-১৪ পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামি গ্রেফতার করেছে। আদালত সবাইর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরই মধ্যে সামনে এল আরও এক সংখ্যালঘু যুবককে বাংলাদেশে পিটিয়ে হত্যার ঘটনা।
