শনিবার রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি-ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। সেইসঙ্গে শুক্রবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যেবক্ষক দল এবং জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, তাঁদের যানবাহনএ কোনও নিষেধাজ্ঞা নেই।
advertisement
আরও পড়ুনঃ রোজের জীবনে ছোট্ট ছোট্ট এই ৫ ভুল! কিডনিকে করে দেবে একেবারে শেষ! জানুন আজই
আগামিকাল রবিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। শুক্রবার রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত পিকআপ ভ্যান, ক্যাব-সহ বিভিন্ন যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছুক্ষেত্রে নির্বাচনের দিন নিষেধাজ্ঞা শিথিক করা হতে পারে প্রয়োজনে। সেই ক্ষমতা দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের গাড়ি-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনও গাড়ি এই নিষেধাজ্ঞার তালিকায় পড়ছে না। বিমানবন্দরগামী যানবাহনেও নিষেধাজ্ঞা থাকবে না বলেই জানিয়েছে কমিশন, সেক্ষেত্রে বিমানের টিকিট সঙ্গে থাকা বাধ্যতামূলক। দূরপাল্লার যাত্রীবাহী গণপরিবহনেও কোনও নিষেধাজ্ঞা থাকছে না।