TRENDING:

Bangkok Earthquake Building Collapse Update: এখনও চাপা বহু শ্রমিক, ভূমিকম্পে ব্যাঙ্ককে কেন হুড়মুড়িয়ে ভাঙল বহুতল? নজরে চিনা সংস্থা

Last Updated:

গত শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডে সবথেকে বড় বিপর্যয় এই নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনা৷ আর এই বিপর্যয়ের পর এবার আতসকাঁচের তলায় একটি চিনা সংস্থার ভূমিকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কক: শুক্রবারের জোরাল ভূমিকম্প শুরু হতেই থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি নির্মীয়মাণ বহুতল৷ ভয়ঙ্কর সেই ছবি সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ৩৪ তলা ওই বহুতলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৩২ জন৷ ৮৩ জন এখনও নিখোঁজ৷ যাঁদের অধিকাংশই নির্মাণ শ্রমিক৷ থার্মাল ইমেজিং ড্রোনে নিয়ে তল্লাশি চালিয়ে ধ্বংসস্তূপের  বেশ কয়েকজন জীবিত রয়েছেন বলে জানা গিয়েছে৷
ব্যাঙ্ককের ভেঙে পড়া সেই বহুতল৷
ব্যাঙ্ককের ভেঙে পড়া সেই বহুতল৷
advertisement

গত শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডে সবথেকে বড় বিপর্যয় এই নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনা৷ আর এই বিপর্যয়ের পর এবার আতসকাঁচের তলায় একটি চিনা সংস্থার ভূমিকা৷ কারণ ভেঙে পড়া ওই বহুতলটি নির্মাণের দায়িত্বে ছিল একটি চিনা সংস্থাই৷ ব্যাঙ্কক শহর জুড়ে এরকম আরও অনেক বহুতল রয়েছে বা তৈরি হচ্ছে৷ সেগুলির কোনওটিই ভূমিকম্পের ধাক্কা এ ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েনি৷ নির্মীয়মাণ ওই বহুতলটি কেন ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে থাইল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

advertisement

সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, ওই বহুতলটিতে থাইল্যান্ডের স্টেট অডিট অফিস হওয়ার কথা ছিল৷ গত তিন বছর ধরে বহুতলটির কাজ চলছিল৷ প্রকল্পটির খরচ ধরা হয়েছিল প্রায় ২ মিলিয়ন ভাট৷

advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর! ভূমিকম্পে ধ্বংস মায়ানমারে এবার একের পর এক এয়ারস্ট্রাইক! পরপর বিমান হামলা! বোমায় উড়ল বহু এলাকা! কারা চালাল হামলা?

বহুতল ভেঙে পড়ার ঘটনায় থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন৷ কী কারণে ওই বহুতলটি ভেঙে পড়ল, তার কারণ নির্ণয় করার জন্য সাতদিন সময় দিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, ওই বহুতলটি নির্মাণের দায়িত্বে ছিল দুটি সংস্থা৷ তার মধ্যে একটি সংস্থার নাম চায়না রেলওয়ে নম্বর টেন (থাইল্যান্ড)৷ চিনা সংস্থা চায়না রেলওয়ে নম্বর টেন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ৪৯ শতাংশ মালিকানা রয়েছে এই সংস্থায়৷ থাইল্যান্ডের আইন অনুযায়ী, কোনও বিদেশি সংস্থা সেদেশে কোনও সংস্থায় ৪৯ শতাংশের বেশি মালিকানা হাতে রাখতে পারে না৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangkok Earthquake Building Collapse Update: এখনও চাপা বহু শ্রমিক, ভূমিকম্পে ব্যাঙ্ককে কেন হুড়মুড়িয়ে ভাঙল বহুতল? নজরে চিনা সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল