TRENDING:

৫০ বছর বয়সে ৬০ তম সন্তানের বাবা, আরও সন্তানের লক্ষ্যে চতুর্থ স্ত্রীর খোঁজ

Last Updated:

Father of 50 children: সম্প্রতি বাবা হয়েছেন ৫০ বছর বয়সে। তাঁর তৃতীয় স্ত্রী প্রসব করেছেন ওই ব্যক্তির ষাটতম সন্তান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোয়েট্টা : যৌথ পরিবার এখন বিরল। সকলেই আগ্রহী অণু পরিবারে। তবে প্রচলিত রীতির বাইরে ব্যতিক্রমও আছে। সংখ্যায় নগণ্য সেই ব্যতিক্রমী ঘটনাগুলিই প্রমাণ করে চিরাচরিত নিয়মকে।
আরও সন্তানের জন্য চতুর্থ স্ত্রীর সন্ধানও শুরু করেছেন তিনি
আরও সন্তানের জন্য চতুর্থ স্ত্রীর সন্ধানও শুরু করেছেন তিনি
advertisement

সেরকমই এক ঘটনা জানা গিয়েছে বালোচিস্তানে। সেখানে বড় পরিবারের কর্তা সম্প্রতি বাবা হয়েছেন ৫০ বছর বয়সে। তাঁর তৃতীয় স্ত্রী প্রসব করেছেন ওই ব্যক্তির ষাটতম সন্তান।

বালোচিস্তানের রাজধানী কোয়েট্টায় তিন স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন সর্দার জান মহম্মদ খান খিলজী। বুধবার জন্ম হয়েছে তাঁর ৬০ তম সন্তানের। এখানেই থামতে চান না জান মহম্মদ। জানিয়েছেন ভবিষ্যতে আরও সন্তানের বাবা হতে চান তিনি।

advertisement

আরও পড়ুন :  'চেয়ার', 'টেবিল'-এর বাংলা কী? জানেন না বেশির ভাগ বাঙালিই

এবং পুত্রসন্তানের তুলনায় বেশি চান কন্যাসন্তান। প্রসঙ্গত আরও সন্তানের জন্য চতুর্থ স্ত্রীর সন্ধানও শুরু করেছেন তিনি। থামতে চান না তাঁর বর্তমান তিন স্ত্রীও। তাঁরাও আরও সন্তানের মা হতে চান বলে জানিয়েছেন। প্রসঙ্গত জান মহম্মদের ষাটতম সন্তান পুত্র। নবজাতকের নাম তিনি রেখেছেন খুশল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জান মহম্মদ পেশায় একজন ডাক্তার। তাঁর নিজের বাড়িতে ডাক্তারখানাও আছে। তবে তাঁর পেশার জন্য নন। তিনি স্থানীয় এলাকায় বেশি জনপ্রিয় তাঁর সন্তানদের জন্য। সংসার চালানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। সপরিবার বেড়াতে যাওয়ার ইচ্ছেও আছে তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সন্তানদের সংখ্যাই। জান মহম্মদের কথায়, "যদি সরকারের তরফে আমাকে একটা বাসের বন্দোবস্ত করে দেয়, তাহলে আমি আমার সব সন্তানকে নিয়ে বেড়াতে যেতে পারি।" নয়তো এত জন সন্তানের জন্য তাঁকে একাধিক যানবাহনের ব্যবস্থা করতে হয় তাঁকে। যার জন্য অর্থসংস্থান করা তাঁর কাছে বেশ কঠিন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
৫০ বছর বয়সে ৬০ তম সন্তানের বাবা, আরও সন্তানের লক্ষ্যে চতুর্থ স্ত্রীর খোঁজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল