TRENDING:

BAFTA Awards : ইরফান খান, ঋষি কাপুরকে মেমোরিয়ামে শ্রদ্ধা জানাল BAFTA, আবেগে ভাসল ট্যুইটার!

Last Updated:

রবিবার রাতে মেমোরিয়াম বিভাগে বিশ্বের বিনোদন জগতের ৪০ জনকে শ্রদ্ধা জানায় বাফটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

করোনাভাইরাসের কারণে এই প্রথমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বসে বাফটার আসর ৷ দু-দিন ব্যাপী এই অনুষ্ঠানের মেমোরিয়াম বিভাগে ইরফান খান, ঋষি কাপুর ও চাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানানো হয়৷ এ ছাড়াও শ্রদ্ধা জানানো হয় সিয়ান কোনারি, কির্ক ডগলাস, ইয়ান হোলম, বারবারা উইন্ডসোর, জর্জ সিগাল, ক্রিস্টোফার প্লামারকেও ৷

রবিবার রাতে মেমোরিয়াম বিভাগে বিশ্বের বিনোদন জগতের ৪০ জনকে শ্রদ্ধা জানায় বাফটা। টানা দু' বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত বছর ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান ৷ ২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার ধরা পড়ার পর ব্রিটেনে চিকিত্সা চলছিল তাঁর ৷ তিন দশকের ফিল্মি জীবনে বলিউড ও হলিউডকে একগুচ্ছ মনে রাখার মত ছবি উপহার দিয়েছেন তিনি ৷ তাঁর মকবুল, পান সিং তোমর, দ্য লাঞ্চ বক্স, ইনফারনো, লাইফ অফ পাই ও জুরাসিক ওয়ার্ল্ড আজও সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় ৷

advertisement

তাতেই আবেগে ভেসেছে ভারতীয় দর্শক। বাফটা পুরস্কারের মঞ্চে নিজেদের প্রিয় তারকার মুখ ভেসে উঠতে দেখে স্বভাবতই আবেগঘন ইরফান-ঋষি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেই আবেগ উজাড় করে দিয়েছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বছর ইরফান খানের প্রয়াণের পরদিনই বলিউডে আসে আরও একটা শোকসংবাদ ৷ প্রয়াত হন ঋষি কাপুর ৷ ২০১৮ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁর চিকিত্সা চলছিল নিউ ইয়র্কে ৷ ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফিরেও আসেন ৷ তবে তার কয়েক মাসের মধ্যেই তাঁর জীবনাবসান হয় ৷ ববি, চাঁদনি, অমর আকবর অ্যান্টনি, প্রেম রোগ, নাগিনা, মেরা নাম জোকার, কর্জ, বোল রাধা বোল, দামিনী-সহ একাধিক সুপারহিট ফিল্ম রয়েছে তাঁর ৷ হিন্দি ছবির ইতিহাসে এই দুই তারকার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আর তাঁদেরই শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবির গুরুত্ব নিয়ে আরও একবার স্পষ্ট বার্তা দিল বাফটা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
BAFTA Awards : ইরফান খান, ঋষি কাপুরকে মেমোরিয়ামে শ্রদ্ধা জানাল BAFTA, আবেগে ভাসল ট্যুইটার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল