ইজরায়েলের সঙ্গে চলতি সংঘাতের ষষ্ঠ দিনে প্রথমবার প্রকাশ্যে এলেন আয়াতোল্লাহ খামেনেই৷ টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান আত্মসমর্পণ তো করবেই না এবং জোর করে চাপিয়ে দেওয়া কোনও শান্তি প্রক্রিয়া বা যুদ্ধকেও মেনে নেবে না৷
ইজরায়েলকে নিশানা করে খামেনেই বলেন, ‘গণহত্যাকারী শাসকরা বড় ভুল করে ফেলেছে এবং নিজেদের কৃতকর্মের শাস্তিও পাবে৷ আমাদের দেশের মানুষ শহিদদের বলিদানকে ভুলবে না এবং শত্রুপক্ষের আকাশসীমাও আমরা বার বার লঙ্ঘন করব৷’
advertisement
আরও পড়ুন: ওজন ৩০ হাজার পাউন্ড, মহাশক্তিশালী এই বোমা আছে শুধু আমেরিকার কাছে! ইরানে এবার GBU 57 ফেলবেন ট্রাম্প?
শুধু ইজরায়েল নয়, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিরও কড়া জবাব দিয়েছে খামেনেই৷ তাঁর সাফ জবাব, ‘আমেরিকা যদি কোনও ভাবে ইরানকে আক্রমণ করে তাহলে তার পাল্টা প্রত্যাঘাতে অপূরণীয় ক্ষতি হবে৷’
খামেনেই বলেন, ‘দেশের মাটিকে রক্ষা করতে আমাদের সশস্ত্র বাহিনী, আধিকারিক এবং দেশের প্রত্যেকে তৈরি৷ আমেরিকানদের জানা উচিত যে ইরানের মানুষ আত্মসমর্পণ করবে না এবং আমেরিকার কোনওরকমের সামরিক হস্তক্ষেপের ফলে অপূরণীয় ক্ষতি হবে৷’
গতকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তথাকথিত শীর্ষ নেতা ঠিক কোথায় লুকিয়ে আছেন, আমরা তা জানি৷ এই গোপন ডেরা আমাদের কাছে খুবই সহজ একটি টার্গেট, কিন্তু আপাতত তিনি সেখানে নিরাপদ৷ আমরা আপাতত তাঁকে সেখান থেকে বের করে (হত্যা) করব না৷’
এর জবাবে সমাজমাধ্যমে খামেনেই লেখেন, ‘যুদ্ধ শুরু হয়ে গেল৷ আলি খাইবারে ফিরছে৷ এর কিছুক্ষণ পরই খামেনেই আরও লেখেন, সন্ত্রাসবাদী গণহত্যাকারী শাসকদের কঠোর জবাব দিতে হবে৷ গণহত্যাকারীদের আমরা ক্ষমা করব না৷’