সবাইকে চমকে দিয়ে প্রকাশ্যে এসেই শামখানি আমেরিকাকে হুমকি দিয়ে জানিয়েছেন, খেলা এখনও বাকি৷ এমন কি, মার্কিন হানায় ইরানের পরমাণু পরিকল্পনা কোনওভাবেই ভেস্তে যাবে না বলেও দাবি করেছেন শামখানি৷
ফোরডো, নাতানজ এবং ইশফাহান পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার হামলায় ইরানের পরমাণু প্রকল্প সম্পূর্ণ ধুলিসাৎ হয়ে গিয়েছে৷
advertisement
আমেরিকার এই হামলার পরই এক্স হ্যান্ডেলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খামেনেইয়ের উপদেষ্টা শামখানি৷ আমেরিকাকে তাঁর পাল্টা হুঁশিয়ারি, ‘পরমাণু কেন্দ্র ধ্বংস করা হলেও খেলা এখনও শেষ হয়নি, পর্যাপ্ত পরিমাণে উপকরণ, প্রকৃত জ্ঞান এবং রাজনীতিই শেষ পর্যন্ত জয়ী হবে৷’ তাঁর আরও দাবি, যাঁরা এবার অন্ধের মতো আক্রমণ না শানিয়ে বুদ্ধি প্রয়োগ করবে, তারাই শেষ হাসি হাসবে৷ ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, চমক চলতেই থাকবে৷
গত সপ্তাহেই ইরানের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন শামখানি৷ পরে অবশ্য জানা যায় তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ইরানের সরকারি এবং আধা সরকারি দুই সবাদসংস্থা শামখানির বিবৃতিও প্রকাশ করছে৷ সেখানে শামখানি বলেছেন, ‘আমি জীবিত রয়েছি এবং আত্মত্যাগের জন্য তৈরি৷’
তবে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে যে দাবি করুন না কেন, ইরানের পাল্টা দাবি, মার্কিন হামলায় তাঁদের সবথেকে বড় পারমাণবিক কেন্দ্র ফোরডোর সেভাবে ক্ষতি হয়নি৷ ভুগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্র মূল পরিকাঠামো অক্ষতই রয়েছে বলে দাবি করেছেন ইরানের এক সাংসদ৷ তাঁর দাবি, মার্কিন সংবাদমাধ্যম এবং অপরাধী ট্রাম্প যেভাবে প্রচার করছে, ফোরডো পরমাণু কেন্দ্রের সেরকম কোনও ক্ষতিই হয়নি এবং ভূগর্ভস্থ যাবতীয় ব্যবস্থা অক্ষতই রয়েছে৷ এই হামলার জন্য আমেরিকাকে অনুতাপ করতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস৷