TRENDING:

Mount Everest: দুর্ঘটনার পর শূন্য থেকে শুরু, মাউন্ট এভারেস্ট জয়ের পর হিমালয়ের কোলেই চিরতরে ঘুমিয়ে পড়লেন পর্বতারোহী

Last Updated:

Mount Everest: সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করতে৷ সেটা করলেনও৷ কিন্তু আর ফিরে এলেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়ান পর্বতারোহী জ্যাসন বার্নার্ড কেনিসন নতুন জীবন পেয়েছিলেন দুর্ঘটনা থেকে ফিরে এসে৷ এতটাই আহত হয়েছিলেন, নতুন করে হাঁটা শিখতে হয়েছিল৷ দুর্ঘটনার ১৭ বছর পর গিয়েছিলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করতে৷ সেটা করলেনও৷ কিন্তু আর ফিরে এলেন না৷ মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করে ফিরে আসার পথে হিমালয়ের কোলেই চিরতরে ঘুমিয়ে পড়লেন এই অভিযাত্রী৷ তাঁকে নিয়ে এখনও পর্যন্ত ১০ জন প্রাণ হারালেন মাউন্ট এভারেস্ট জয়ের এই মরশুমে৷ ‘এশিয়ান ট্রেকিং’ সংস্থার পরিচালিত অভিযানে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পার্থ-এর এই বাসিন্দা৷ ওই সংস্থাই তাঁর প্রয়াণ সংবাদ জানায় সংবাদমাধ্যমকে৷ নেপালের পর্যটন দফতরের সূত্র অনুযায়ী, চলতি মরশুমে এখনও পর্যন্ত ৪৫০ পর্বতারোহী জয় করেছেন মাউন্ট এভারেস্ট
হিমালয়ের কোলেই চিরতরে ঘুমিয়ে পড়লেন এই অভিযাত্রী
হিমালয়ের কোলেই চিরতরে ঘুমিয়ে পড়লেন এই অভিযাত্রী
advertisement

সাউথ সামিটে কেনিসনের আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ে৷ এর পর দুজন শেরপার সাহায্যে তিনি ব্যালকনি এরিয়া পর্যন্ত অবতরণ করেন৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৪০০ মিটার উপরে ওই পার্বত্য অঞ্চলেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সেখান থেকে আর নড়তে চাননি তিনি৷ তাঁকে রেখেই বাধ্য হয়ে নেমে আসেন সাহায্যকারীরা৷ ‘এশিয়ান ট্রেকিং’ সংস্থার প্রধান দাওয়া স্টিভেন শেরপা জানিয়েছেন মাউন্ট এভারেস্ট শৃঙ্গেই ধীরে ধীরে নিশ্চল হয়ে পড়ছিলেন কেনিসন৷ তার পর কোনওমতে তাঁকে নামিয়ে আনা হয় শৃঙ্গের নীচে ব্যালকনি এরিয়াতে৷ এদিকে তাঁদের সঙ্গে থাকা অক্সিজেন সিলিন্ডার ক্রমেই ফাঁকা হয়ে আসছিল৷ তাই কেনিসনকে সেখানে রেখেই ক্যাম্প ফোরে নেমে আসেন কেনিসনের সঙ্গীরা৷ তাঁদের উদ্দেশ্য ছিল, ক্যাম্প ফোর থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফের কেনিসনের কাছে কাছে গিয়ে তাঁকে উদ্ধার করে নামিয়ে আনা৷ কিন্তু ঝোড়ো বাতাস এবং প্রতিকূল আবহাওয়ায় তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি৷

advertisement

কেনিসনের পরিবারের তরফে বলা হয়েছে, ‘‘মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছে তিনি নিজের স্বপ্ন পূর্ণ করেছেন৷ বিশ্বের শীর্ষ বিন্দু স্পর্শ করতে পেরেছেন৷ কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর ফিরে আসতে পারেননি৷ তাঁর মতো সাহসী অভিযাত্রিককে সকলে মনে রাখবেন৷ সকলে তাঁর অভাব বোধ করবেন৷’’ ২০০৬ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান তিনি৷ চলার শক্তি হারিয়ে শয্যাশায়ী ছিলেন দীর্ঘ দিন৷ ক্রমশ ডুবে গিয়েছিলেন হতাশা ও নৈরাশ্যে৷

advertisement

আরও পড়ুন : শুষ্ক আটাকামা মরুভূমিতে ৫০০০-এর বেশি বছর ধরে অপেক্ষায় এই নিথর দেহ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবার শূন্য থেকে শুরু করেন কেনিসন৷ নতুন করে হাঁটতে শেখেন৷ মাউন্ট এভারেস্টের আকর্ষণেই উঠে দাঁড়ান মনোবল ও সাহসকে অবলম্বন করে৷ সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন ‘‘প্রতিকূলতা পেরিয়ে যেতে আমি ক্রমাগতই নিজে নিজেকে চ্যালেঞ্জ করেছি৷ মাউন্ট এভারেস্ট আমার কাছে প্রতিকূলতা পেরিয়ে তৃপ্তিসাধনের উপলক্ষ৷’’ তাঁর পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেপাল সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Mount Everest: দুর্ঘটনার পর শূন্য থেকে শুরু, মাউন্ট এভারেস্ট জয়ের পর হিমালয়ের কোলেই চিরতরে ঘুমিয়ে পড়লেন পর্বতারোহী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল