TRENDING:

স্কুলে বন্দুকবাজদের হামলা! নাইজেরিয়ায় নিখোঁজ প্রায় ৪০০ পড়ুয়া

Last Updated:

স্কুলে মোট ৬০০ জন ছাত্র-ছাত্রী ছিল ৷ ডাকাতদের সঙ্গে পুলিশ গুলির লড়াইয়ের সময়ে তাদের মধ্যে ২০০ জন কোনওমতে পালাতে পারলেও বাকিরা পারেনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাইরোবি: ডাকাতের দল হামলা চালিয়েছিল স্কুলে ৷ তারপর থেকেই নিখোঁজ প্রায় ৪০০ জন পড়ুয়া ৷ উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাতসিনা প্রদেশের ঘটনা ৷ পুলিশ জানায় কাঙ্কারার ওই স্কুলে শুক্রবার একে-৪৭ বন্দুক হাতে হামলা চালায় ডাকাতের দল ৷ খবর পেয়ে পুলিশ আসলে ডাকাতদের দলের সঙ্গে তাদের গুলির লড়াই হয় ৷ ওই সময় স্কুলের ২০০ জন পড়ুয়া পালানোর সুযোগ পেলেও খোঁজ মিলছে না প্রায় ৪০০ জন পড়ুয়ার ৷ স্বভাবতই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ছাত্র-ছাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
advertisement

স্কুলে মোট ৬০০ জন ছাত্র-ছাত্রী ছিল ৷ ডাকাতদের সঙ্গে পুলিশ গুলির লড়াইয়ের সময়ে তাদের মধ্যে ২০০ জন কোনওমতে পালাতে পারলেও বাকিরা পারেনি ৷ তারা আদৌ বেঁচে আছে কী না, সে বিষয়েও চিন্তায় রয়েছে প্রশাসন ৷ বায়ুসেনা, সেনাবাহিনী এবং পুলিশ একযোগে ছাত্র-ছাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওই অঞ্চলে ডাকাতির ঘটনা নতুন নয় ৷ মুক্তিপণের জন্য স্কুল পড়ুয়াদের অপহরণ করা হতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে ৷ হামলার সঙ্গে বোকো হারাম বা কোন জঙ্গি গোষ্ঠী জড়িয়ে, তা নিয়ে প্রাথমিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
স্কুলে বন্দুকবাজদের হামলা! নাইজেরিয়ায় নিখোঁজ প্রায় ৪০০ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল