TRENDING:

Nepal Unrest: ‘দেশের একতাকে সম্মান করুন’: -Gen Z-কে ধৈর্য্য ধরার বার্তা মেয়রের! নেপালে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনা

Last Updated:

Nepal Unrest: এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে যে দিল্লি বাজার-নারায়ণহিটি এলাকায় নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার পর টাকা, জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের থেকে ২,৩২,৫০০ টাকা এবং ২,৫০০ মার্কিন ডলার উদ্ধার করা গিয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঠমান্ডু:  নেপালের সেনাবাহিনী মহারাজগঞ্জের ভাটভাটেনি সুপারমার্কেটে ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে যে দিল্লি বাজার-নারায়ণহিটি এলাকায় নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার পর টাকা, জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের থেকে ২,৩২,৫০০ টাকা এবং ২,৫০০ মার্কিন ডলার উদ্ধার করা গিয়েছে।
Pic Courtesy- AP
Pic Courtesy- AP
advertisement

আরও পড়ুনঃ জ্বলছে গোটা নেপাল! বিছিন্ন সব যোগাযোগ! পর্যটকদের জন‍্য সেনাবাহিনী জারি করল বিবৃতি

নিরাপত্তা বাহিনী আরও একটি লুটপাট করা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যার ফলে উদ্ধার করা অস্ত্রের সংখ্যা ৩২ হল। তবে এখনও একাধিক অস্ত্র যা লুট হয়েছে তা পাওয়া যায়নি। এর সন্ধানে নানা স্থানে তল্লাশি চলছে। এদিকে, দাদেলধুরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২৬ জন পলাতককে পুনরায় গ্রেফতার  করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী আরও নিশ্চিত করেছে যে কাঠমান্ডুর দিল্লি বাজারের কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল বেশ কয়েকজন অপরাধী। সেই চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

advertisement

কর্তৃপক্ষ জানিয়েছে যে সমস্ত লুট এবং হারিয়ে যাওয়া অস্ত্রের হিসাব না পাওয়া পর্যন্ত নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। লুটপাট এবং কারাগার পালানোর বিরুদ্ধে নেপাল সেনাবাহিনীর অভিযান তীব্রতর করা হয়েছে। নেপাল সেনাবাহিনী, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে, লুটপাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই মহারাজগঞ্জের ভাটভাটেনি সুপারমার্কেটে লুটপাটের সাথে জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

একইভাবে, দিল্লিবাজার এবং নারায়ণথান এলাকায়, সন্দেহভাজন ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীকে দেখে লুট করা টাকা রেখে পালিয়ে যায়, আরও একটি লুট করা অস্ত্র রেখে যায়, যা নিরাপত্তা কর্মীরা উদ্ধার করেছে। এছাড়াও, নেপাল সেনাবাহিনী দাদেলধুরার জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২৬ জন বন্দীকে পুনরায় আটক করেছে এবং কাঠমান্ডুর দিল্লিবাজারের কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা করা বন্দিদের অন্যত্র সরানোর চেষ্টা চলছে। দিল্লিবাজার কারাগার থেকে বারবার পালানোর চেষ্টা করছে বন্দিরা। পরিস্থিতি এমনই কাঠমান্ডুর দিল্লিবাজার কারাগারের বন্দিরা পালানোর চেষ্টা করছে, আগুন ধরিয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিরাপত্তার কথা মাথায় রেখে নেপাল সেনাবাহিনী এই এলাকায় যান চলাচল বন্ধ করে এলাকাটি ঘিরে রেখেছে।

advertisement

কাঠমান্ডুর মেয়র বালেন শাহ বৃহস্পতিবার নেপালের Gen-Z এবং বৃহত্তর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তাঁরা শান্ত থাকে, কারণ দেশটি একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বসিরহাটে মঞ্চ কাঁপিয়ে দিলেন টলিউড নায়িকা শ্রাবন্তী, বিজয়া সম্মিলনীতে বিরাট চমক
আরও দেখুন

এক্স-এ দেওয়া এক পোস্টে শাহ তিনি লেখেন, “অনুগ্রহ করে ধৈর্য ধরুন। এখন দেশ একটি অন্তর্বর্তী সরকার পেতে যাচ্ছে, যা নতুন নির্বাচন পরিচালনা করবে… দেশকে একটি নতুন ম্যান্ডেট দেওয়ার জন্য।”

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Unrest: ‘দেশের একতাকে সম্মান করুন’: -Gen Z-কে ধৈর্য্য ধরার বার্তা মেয়রের! নেপালে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল