তাঁরই চোখে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে ঘুরে বেড়াচ্ছে একটি প্রাণী। কিন্তু কিছুতেই প্রাণীটিকে যেন চেনাই যাচ্ছে না। শত চেষ্টাতেও বোঝার উপায় নেই, প্রাণীটি ঠিক কী! সেই কারণেই সেই প্রাণীর ছবি তুলে ফেলেন ওই ফটোগ্রাফার। তারপর সেই ছবি ইউটিউবে প্রকাশ করেন।
আরও পড়ুন: ‘সবাই SSKM যাচ্ছেন, আপনি যাবেন না?’ প্রশ্ন শুনেই চমকে ওঠা উত্তর পার্থর! কাকে নিশানা?
advertisement
প্রাণিটি চার পেয়ে। গায়ের রং কালো। কিন্তু প্রাণীটি বিড়াল নাকি জাগুয়ার, তা বোঝা অত্যন্ত মুশকিল। প্রাণীটি কী, তা জানার জন্য সেই ছবি বন দফতরের কাছেও পৌঁছয়। সকলেই ভেবেছিলেন, বন দফতরের কর্মী আধিকারিকদের অভিজ্ঞ চোখে ঠিকই বোঝা যাবে, প্রাণীটি আসলে কী। কিন্তু অদ্ভুত বিষয় হল, বন দফতরও চিনে উঠতে পারেনি প্রাণীটিকে।
আরও পড়ুন: কী চরম দুর্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে! যা বললেন আইনজীবী, মাথায় হাত অনুগামীদের
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অনেকেই সেটিকে বড় বেড়াল বললেও বন দফতর তা মানতে নারাজ। ওটা আর যাই হোক বেড়াল নয়। তাহলে কী! জাগুয়ার নয়, মাউন্টেন লায়ন নয়, ববক্যাটও নয়। তাহলে কী প্রাণী, সেই উত্তরই খুঁজে বেড়াচ্ছে সকলে। তবে, অনেকেই মনে করছে, এই প্রাণীটি দক্ষিণ আমেরিকা থেকে এসে থাকতে পারে।