TRENDING:

Barack Obama Speech| করোনা নিয়ে ওবামার ভাষণে মুগ্ধ আমেরিকা, স্লোগান উঠল, 'ফিরে আসুন ওবামা'

Last Updated:

করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন গত শনিবার৷ তার পর থেকেই করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জোরাল দাবি উঠেছে, ফিরে আসুন ওবামা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: মার্কিন মুলুকে যে তিনি কতটা জনপ্রিয়, বারবারই তার প্রমাণ মিলেছে নানা ঘটনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা জনপ্রিয় প্রেসিডেন্টের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন বারাক ওবামা৷ বছর শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷ করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি অসাধারণ বক্তৃতা দিয়েছেন গত শনিবার৷ তার পর থেকেই করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জোরাল দাবি উঠেছে, ফিরে আসুন ওবামা৷
advertisement

advertisement

করোনা মহামারি রুখতে ও ভাইরাস মোকাবিলায় আমেরিকার বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন বারাক ওবামা৷ বলেন, 'মহামারি একটি বিষয় বুঝিয়ে দিল, যে দায়িত্বে থাকা আধিকারিকরা অনেকেই জানেন না যে তাঁরা কী করছেন, কী করা উচিত। তাঁদের মধ্যে অনেকে তো বুঝতেই চাইছেন না যে তাঁরা একটা বড় দায়িত্বে আছেন।'

advertisement

কলেজ গ্র্যাজুয়েটদের একটি অনলাইন ইভেন্টে ২ ঘণ্টা বক্তব্য রাখেন ওবামা৷ যা রীতিমতো মুগ্ধ করে দিয়েছে গোটা মার্কিন মুলুককে৷ আশাতীত ভাবে রাজনৈতিক বক্তব্য৷ করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প সরকার যে কতটা ব্যর্থ, ভাষণের প্রতিটি পরতে তা স্পষ্ট করে দিলেন ওবামা৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না-করে আমেরিকার করোনা পরিস্থিতিকে 'দায়িত্বজ্ঞাহীনতায় তৈরি হওয়া বিপর্যয়' আখ্যা দেন৷

advertisement

তিনি বলেন, 'স্পষ্ট ভাবে বলতে গেলে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের এই দেশে থাকতে হলে নানা রকম বোঝা বইতে হয়েছে বা হয়। করোনাভাইরাস সেই পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে।'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়৷ ১০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত৷ গোটা বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Barack Obama Speech| করোনা নিয়ে ওবামার ভাষণে মুগ্ধ আমেরিকা, স্লোগান উঠল, 'ফিরে আসুন ওবামা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল