advertisement
করোনা মহামারি রুখতে ও ভাইরাস মোকাবিলায় আমেরিকার বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন বারাক ওবামা৷ বলেন, 'মহামারি একটি বিষয় বুঝিয়ে দিল, যে দায়িত্বে থাকা আধিকারিকরা অনেকেই জানেন না যে তাঁরা কী করছেন, কী করা উচিত। তাঁদের মধ্যে অনেকে তো বুঝতেই চাইছেন না যে তাঁরা একটা বড় দায়িত্বে আছেন।'
কলেজ গ্র্যাজুয়েটদের একটি অনলাইন ইভেন্টে ২ ঘণ্টা বক্তব্য রাখেন ওবামা৷ যা রীতিমতো মুগ্ধ করে দিয়েছে গোটা মার্কিন মুলুককে৷ আশাতীত ভাবে রাজনৈতিক বক্তব্য৷ করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প সরকার যে কতটা ব্যর্থ, ভাষণের প্রতিটি পরতে তা স্পষ্ট করে দিলেন ওবামা৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না-করে আমেরিকার করোনা পরিস্থিতিকে 'দায়িত্বজ্ঞাহীনতায় তৈরি হওয়া বিপর্যয়' আখ্যা দেন৷
তিনি বলেন, 'স্পষ্ট ভাবে বলতে গেলে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের এই দেশে থাকতে হলে নানা রকম বোঝা বইতে হয়েছে বা হয়। করোনাভাইরাস সেই পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে।'
এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়৷ ১০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত৷ গোটা বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতি৷