এরই মধ্যে ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এ দিন সেদেশে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্যালেস্তাইন নিয়ে এ দিন চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রস্তাব দিয়েছেন, প্যালেস্তাইনকে ভেঙে দুটি পৃথক রাষ্ট্র করা হোক। কারণ বাইডেনের মতে, অধিকাংশ সাধারণ প্যালেস্তানীয়ই জঙ্গি গোষ্ঠী হামাসের প্রতিনিধিত্ব করেন না।
আরও পড়ুন: পুজোর মুখেই চরম দুঃসংবাদ পেলেন অনুব্রত মণ্ডল! হাজার চেষ্টাতেও হল না সুরাহা
advertisement
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পরই প্রত্যাঘাতে নেমেছে ইজরায়েল। এখনও পর্যন্ত দু পক্ষের প্রায় ৩৪৭৮ জনের মৃত্যু হয়েছে৷
জো বাইডেন অবশ্য ইজরায়েলের পাশে দাঁড়িয়েও বেঞ্জামিন নেতানেয়াহুর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, প্রতিশোধস্পৃহায় ইজরায়েলিরা যেন অন্ধ না হয়ে যায়৷ তাহলে ৯/১১ হামলার পর আমেরিকা যে ভুল করেছিল, ইজরায়েলও সেই একই ভুল করবে৷
ইতিমধ্যেই সিরিয়া, মিশর, ইরান, জর্ডন, লেবাননের মতো কয়েকটি দেশ গাজার হাসপাতালে হামলার ঘটনায় শোক পালনের সিদ্ধান্ত জানিয়েছে৷ আবার আমেরিকাকে ইজরায়েলের দোসর বলে উল্লেখ করে তোপ দেগেছে ইরান৷ ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান জানিয়েছেন, সব ইসলামিক দেশগুলির উচিত ইজরায়েলে তেলের জোগানের উপরে নিষেধাজ্ঞা জারি করা৷ পাশাপাশি ইজরায়েলের রাষ্ট্রদূতদের বহিষ্কারের প্রস্তাবও দিয়েছেন তিনি৷