TRENDING:

America News: আমেরিকায় ভয়ঙ্কর হামলা! মুহূর্তে শুরু গুলির আওয়াজ, পরপর মৃত্যু! রেস্তোরাঁয় পড়ে একের পর এক দেহ! সন্ত্রাসবাদী হামলা?

Last Updated:

America News: দুষ্কৃতীদের গুলিতে সাত জন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকায় হামলা
আমেরিকায় হামলা
advertisement

ক্যারোলিনা: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়এই হামলার কারণে মৃত্যু হয়েছে তিন জনের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়বোট থেকে একটি রেস্তরাঁ লক্ষ্য করে দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে খবর। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ নর্থ ক্যারোলিনার স্থানীয় সময় অনুযায়ী রাত ৯টা নাগাদ এই হামলা চালানো হয়

advertisement

জানা যাচ্ছে, দুষ্কৃতীদের গুলিতে সাত জন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যাচ্ছে, ওই রেস্তরাঁয় একটি বোট থেকে গুলি চালানো হয়। ওই এলেকা থেকে শহরের সাধারণ মানুষকে দূরে থাকতে সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে

advertisement

আরও পড়ুন: এবার ইজরায়েলের টার্গেট পাকিস্তান! পাক জাহাজে হামলা ইজরায়েলের! যা ঘটল, শুনে চমকে উঠবেন

আমেরিকার মাটিতে এমন হামলা অবশ্য নতুন নয়। এর আগেও আমেরিকার একাধিক প্রান্তে এহেন হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি হাতে বন্দুক নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন। এরপর নিজেকে শেষ করে দিচ্ছেন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই হামলায় মৃত্যু হয় ২ জনের।

advertisement

পাশাপাশি পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীরঅগাস্টে লস অ্যাঞ্জেলসের এক ওয়ারহাউস কমপ্লেক্সে এই হামলা চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারী। ২ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও ৬ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াল নর্থ ক্যারোলিনায় গুলি চালানোর ঘটনায়

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
America News: আমেরিকায় ভয়ঙ্কর হামলা! মুহূর্তে শুরু গুলির আওয়াজ, পরপর মৃত্যু! রেস্তোরাঁয় পড়ে একের পর এক দেহ! সন্ত্রাসবাদী হামলা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল