জল্পনা চলছিল প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরে আসবেন আর তার জায়গায় পাক সেনাপ্রধান সে দেশের প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন আসিম মুনির।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ফিল্ড মার্শাল পদ পেয়েছেন মুনির। তারপরেই একমাসের মধ্যেই দু’বার মার্কিন সফরে গিয়েছিলেন তিনি। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ছাড়াই সেখানে আমেরিকার বিভিন্ন নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুনির। এতেই জল্পনার পারদ বাড়তে থাকে।
advertisement
কিন্তু, এরপরেই জানা যায় এই ধরনের কোনও জল্পনার কথাই উড়িয়ে দিয়েছেন তিনি। এমনিতেও পাকিস্তানে অন্যতম দণ্ডমুণ্ডের কর্তা হিসাবেই ধরা হয় মুনিরকে। সেই মুনিরের মুখেই শোনা গেল প্রেসিডেন্ট পদের জল্পনার বিষয়ে তিনি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ঈশ্বর তাঁকে পাকিস্তানকে রক্ষা করার জন্যই পাঠিয়েছেন। তাই তাঁর আর কোনও পদের প্রয়োজন নেই।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীন, ভারত-পাক সংঘর্ষ থামাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শেহবাজ শরিফের বদলে মুনিরকে সংঘর্ষ বিরতির নির্দেশ দিয়েছিলেন। তাই এই জল্পনার মাঝে মুনিরের এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।