TRENDING:

অন্য কোনও পদের প্রয়োজন নেই!' হঠাৎ কেন এমন বললেন পাক সেনা প্রধান আসিম মুনির?

Last Updated:

পাকিস্তানের প্রেসিডেন্ট পদের জন্য তিনি কি প্রস্তুতি নিচ্ছেন? আসিফ আলি জারদারি কে সরিয়ে তিনি কি গদিতে বসতে চলেছেন? আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: পাকিস্তানের প্রেসিডেন্ট পদের জন্য তিনি কি প্রস্তুতি নিচ্ছেন? আসিফ আলি জারদারি কে সরিয়ে তিনি কি গদিতে বসতে চলেছেন? আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির।
কী বললেন আসিম মুনির?
কী বললেন আসিম মুনির?
advertisement

জল্পনা চলছিল প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরে আসবেন আর তার জায়গায় পাক সেনাপ্রধান সে দেশের প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন আসিম মুনির।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফিল্ড মার্শাল পদ পেয়েছেন মুনির। তারপরেই একমাসের মধ্যেই দু’বার মার্কিন সফরে গিয়েছিলেন তিনি। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ছাড়াই সেখানে আমেরিকার বিভিন্ন নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুনির। এতেই জল্পনার পারদ বাড়তে থাকে।

advertisement

কিন্তু, এরপরেই জানা যায় এই ধরনের কোনও জল্পনার কথাই উড়িয়ে দিয়েছেন তিনি। এমনিতেও পাকিস্তানে অন্যতম দণ্ডমুণ্ডের কর্তা হিসাবেই ধরা হয় মুনিরকে। সেই মুনিরের মুখেই শোনা গেল প্রেসিডেন্ট পদের জল্পনার বিষয়ে তিনি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ঈশ্বর তাঁকে পাকিস্তানকে রক্ষা করার জন্যই পাঠিয়েছেন। তাই তাঁর আর কোনও পদের প্রয়োজন নেই।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর চলাকালীন, ভারত-পাক সংঘর্ষ থামাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শেহবাজ শরিফের বদলে মুনিরকে সংঘর্ষ বিরতির নির্দেশ দিয়েছিলেন। তাই এই জল্পনার মাঝে মুনিরের এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
অন্য কোনও পদের প্রয়োজন নেই!' হঠাৎ কেন এমন বললেন পাক সেনা প্রধান আসিম মুনির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল