TRENDING:

Earthquake in Afghanistan: মৃত‍ের সংখ‍্যা ছাড়াল ১৪০০! ধসে পড়া বাড়ির নীচে আটকে বহু মানুষ...ভয়াবহ অবস্থা আফগানিস্তানে

Last Updated:

Earthquake in Afghanistan: সরকারি মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪১১। ৬.০ মাত্রার ভূমিকম্পে ৩,০০০ জনেরও বেশি আহত। জীবিতদের সন্ধানে মরিয়া অনুসন্ধান চলছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জালালাবাদ: রবিবার মধ্যরাতে পরপর ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তানের জালালাবাদ। প্রথম ভূমিকম্প হয় রাত সাড়ে ১২টা নাগাদ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬। এরপর আরও চারটি আপনার শক। শেষ ভূমিকম্প সকাল পাঁচটা নাগাদ। রিক্টর স্কেলে তীব্রতা ছিল ৫.২। আফগানিস্তানের জালালাবাদ শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। পাকিস্তানের পেশোয়ার থেকে ১০০ কিলোমিটার দূরে। এটি ১০ কিলোমিটার মাটির নীচে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে অনুমান।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! (Photo: X)
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! (Photo: X)
advertisement

আরও পড়ুনঃ ‘ব্রাত্যবাবুকে অনুরোধ করেছি…’ ব্রাত্য বসুকে কী বিষয়ে চিঠি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের!

সরকারি মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪১১। ৬.০ মাত্রার ভূমিকম্পে ৩,০০০ জনেরও বেশি আহত। জীবিতদের সন্ধানে মরিয়া অনুসন্ধান চলছে।  ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশে। এখনও ধসে পড়া বহু স্থাপনার নিচে আটকে আছে মানুষ। দুর্গম এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

advertisement

রবিবার মধ্যরাতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এরপর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Earthquake in Afghanistan: মৃত‍ের সংখ‍্যা ছাড়াল ১৪০০! ধসে পড়া বাড়ির নীচে আটকে বহু মানুষ...ভয়াবহ অবস্থা আফগানিস্তানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল