পাকিস্তান তাঁদের দেশে হামলা চালালে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আফগান সরকারের মুখপাত্র৷ শুধু তাই নয়, পাকিস্তানের মাটিতে আইসিস জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তালিবান মুখপাত্র৷
মুজাহিদ বলেন, নিজেদের দেশে আইসিস-এর উপস্থিতির বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে পাকিস্তান৷ আফগানিস্তানের নিজেদের স্থল এবং আকাশসীমা রক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে৷ ফলে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে৷ আইসিস-এর যে মাথারা তাদের দেশে লুকিয়ে রয়েছে তাদের অবিলম্বে দেশছাড়া করে আফগানিস্তানের হাতে তুলে দিতে হবে পাকিস্তানকে৷ একই আইসিস জঙ্গিরা আফগানিস্তান সহ বহু দেশের পক্ষে বিপজ্জনক৷
advertisement
আফগান সরকারের মুখপাত্র আরও দাবি করেছেন, তাঁদের দেশকে যাঁরা অশান্ত করে তুলছিল সেই আইসিস জঙ্গিদের তাড়িয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু সেই জঙ্গিরা এখন পাকিস্তানের পসতুনখাওয়ায় নতু করে ঘাঁটি তৈরি করেছে৷ শুধু তাই নয়, এই জঙ্গিরা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে আফগানিস্তানে হামল৩ চালানো হচ্ছে বলে অভিযোগ৷ পাকিস্তান সেনার সঙ্গে সংঘর্ষে তাদের বাহিনীর কুড়ি জন সদস্যের মৃত্যু হয়েছে বলেও স্বীকার করেছেন তালিবান মুখপাত্র৷
গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ তার মধ্যে কাবুলে দুটি এবং একটি বিস্ফোরণ ঘটে দক্ষিণপূর্ণ পাকটিকায়৷
কাবুল অভিযোগ করে, তাদের আকাশসীমায় ঢুকে পাকিস্তান এই হামলা চালিয়েছে৷ যদিও ইসলামাবাদ সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে আফগানিস্তানের মাটি থেকে তাদের দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করে ইসলামাবাদ৷
এর পরই পাকিস্তান-আফগানিস্তান সীমানা লাগোয়া হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকটিকার মতো একাধিক জায়গায় পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে জবাবি হামলা চালায় তালিবান বাহিনী৷