TRENDING:

Afghan Baby : কাঁটাতার পেরিয়ে হাতবদল হওয়া সেই সদ্যোজাতর কী পরিণতি হল?

Last Updated:

কাবুল বিমানবন্দরে (Kabul Airport) বৃহস্পতিবার সংবাদ সংস্থার চিত্রসাংবাদিকের তোলা ছবিটি চোখে লেগে আছে বিশ্ববাসীর ৷ তার পর কী হল দুধের শিশুটির ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাবুল : কাঁটাতার পেরিয়ে সদ্যোজাতকে তুলে দেওয়া হচ্ছিল মার্কিন সেনাবাহিনীর হাতে ৷ ছবি দেখেই বোঝা যাচ্ছে শিশুটি তীব্র স্বরে কাঁদছে ৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে হাতবদল করা হচ্ছিল নিষ্পাপ প্রাণটিকে ৷ কাবুল বিমানবন্দরে (Kabul Airport) বৃহস্পতিবার সংবাদ সংস্থার চিত্রসাংবাদিকের তোলা ছবিটি চোখে লেগে আছে বিশ্ববাসীর ৷ তার পর কী হল দুধের শিশুটির ? পৌঁছতে পারল নিরাপদ কোলে? প্রশ্ন ভাসছে সকলের উদ্বিগ্ন মনে ৷
advertisement

উদ্বেগের মেঘ দূর করে মার্কিন সেনাবাহিনীর দাবি, শিশুটিকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে তার বাবার কাছে ৷ আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কার্বি জানিয়েছেন, ইউএস মেরিন্স শিশুটিকে কাবুল বিমানবন্দরের হাসপাতালে নিয়ে যায় চেক আপের জন্য ৷

কার্বির (John Kirby) কথায়, ‘‘শিশুটি অসুস্থ ছিল ৷ তাই তার বাবা আমেরিকান সেনাবাহিনীর কাছে অনুরোধ করেন চিকিৎসার বন্দোবস্ত করার জন্য ৷ এর পর তাকে নিয়ে যাওয়া হয় কাবুল বিমানবন্দরে নরওয়েজিয়ান হাসপাতালে ৷ চিকিৎসার পর আবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার বাবার কাছে ৷’’

advertisement

শিশুটির ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ৷ নিজের লোকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর কী হল শিশুটির ? জানতে উদগ্রীব নেটিজেনরা ৷

ন্যাটো-র সেক্রেটারি জেনারেল জেন্স স্টোল্টেনবার্গ কাবুল বিমানবন্দরের বাইরের পরিস্থিতিতে ‘অত্যন্ত ভয়ঙ্কর ও কঠিন’ বলে বর্ণনা করেছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শেষ সম্বলটুকু সঙ্গে নিয়ে কাবুলবাসী দলে দলে ছুটছেন কাবুল বিমানবন্দরের পথে ৷ সেখানে মারণাস্ত্র উঁচিয়ে পাহারা দিচ্ছে তালিবানরা ৷ যাঁদের কাছে উপযুক্ত নথি নেই, তাদের ফিরে যেতে হচ্ছে ৷ তবে সকলে যে জীবিত অবস্থায় ফিরতে পারছেন, এমনও নয় ৷ কাবুল বিমানবন্দরের ভিতরে ও সংলগ্ন এলাকায় রবিবার থেকে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন ৷ ন্যাটো এবং তালিবান, দু’ পক্ষ থেকেই জানানো হয়েছে সে কথা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghan Baby : কাঁটাতার পেরিয়ে হাতবদল হওয়া সেই সদ্যোজাতর কী পরিণতি হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল