এর মধ্যে ২৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে রয়্যাল লিভারপুল, অ্যাল্ডার হে, অ্যারো পার্ক এবং অ্যাইনট্রি হাসপাতালের এনএইসএস সহকর্মীরা অন্তর্ভুক্ত। দুর্ভাগ্যবশত, একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুও গুরুতর জখম। মর্মান্তিক ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরাতেও।
আরও পড়ুন: নাম ঠিক করেছেন খোদ মমতা! কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল, বড় চমক শাসক দলের
advertisement
এ বারের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। খেতাব জয় উদ্যাপন করতে সোমবার বিকেলে হুডখোলা বাসে ‘রোড শো’ করেন লিভারপুলের ফুটবলার, কোচ এবং অন্য সদস্যেরা। হাজার হাজার ভক্ত কয়েক ঘণ্টার দীর্ঘ শোভাযাত্রার জন্য জড়ো হয় রাস্তার উপর। প্রায় ১০ মাইল ব্যাপি কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করেছিল পুলিশ। তবু সেই নিরাপত্তা ভেদ করেই ঘটে যায় এই মারাত্মক দুর্ঘটনা।
