কোগি রাজ্য থেকে নাইজার রাজ্যের একটি খাদ্য বাজারের উদ্দেশ্যে যাত্রা করছিল নৌকাটি। তবে মাঝপথে সেটি ডুবে যায়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নৌকাটিতে ২০০-র বেশি যাত্রী ছিল৷ ধারণা, এটি এর ধারণ ক্ষমতার থেকে বেশি লোক বহন করছিল। পুলিশের ধারণা, অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার কারণেই আর চাপ সামলাতে পারেনি নৌকাটি৷ সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ অবস্থা, ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল এই জায়গার মাটি!
বোটটি ব্যালেন্স হারিয়ে উল্টে যেতেই তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। অগুনতি মানুষ এখনও নিখোঁজ৷ আদৌ তাদের আর পাওয়া যাবে কি না সেই ব্যাপারেও নিশ্চিত নয় নাইজেরিয়া প্রশাসন৷
আরও পড়ুন: উত্তাল সমুদ্রে নিষেধ না মেনে যাত্রা, নৌকাডুবির পর নিখোঁজ অন্তত ১৭!
এমন ঘটনা এই প্রথম হয়েছে তা নয়৷ নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে এমন ঘটনা হামেশাই ঘটে থাকে৷ সেখানে অনেক জায়গাতেই উন্নত সড়ক যোগাযোগের অভাব রয়েছে৷ আর তাই অতিরিক্ত যাত্রীবোঝাই যানবাহন ও নৌযান ব্যবহারের প্রবণতা অতি সাধারণ একটি সমস্যা। এমন ঘটনার পর কি প্রশাসন নড়েচড়ে বসবে? এবার নয় তো আর কবে?