TRENDING:

Covid 19: সর্বনাশ! ওমিক্রনের পর এসেছে করোনার নতুন স্ট্রেন, রূপ পাল্টে আরও ভয়ঙ্কর কোভিড

Last Updated:

Coronavirus: এটি আগের প্রজাতি, অর্থাৎ ওমিক্রনের থেকে অনেক বেশি শক্তিশালী সংক্রমণের নিরিখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি চিন, আমেরিকা ও ইল্যান্ডে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে (New Strain OF Covid Found In ISrael)। প্রত্যেকদিনই বিপুল মাত্রায় বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। যে সময়েই মনে করা হয়েছিল, কোভিডের প্রকোপ বোধহয় শেষ হল, ঠিক তখনই নতুন করে ফিরে এসেছে করোনা। আর এর মধ্যেই নতুন আশঙ্কা তৈরি করেছে ইজরায়েলের চিকিৎসকদের একটি ঘোষণা। ঘোষণায় বলা হয়েছে, ওমিক্রন নয়, করোনার নতুন একটি স্ট্রেন পাওয়া গিয়েছে। যার ফলে আতঙ্ক বেড়েছে। মনে করা হচ্ছে, রূপ পাল্টে শক্তি বাড়িয়ে ফিরে এসেছে করোনা (New Strain OF Covid Found In ISrael)। তা হলে কী ফের পৃথিবীজুড়ে এই নতুন রূপের আতঙ্ক ছড়িয়ে পড়বে, চিন্তা তাই নিয়েই।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে ১৬ মার্চ, বুধবার ঘোষণা করা হয়েছে যে এই নতুন স্ট্রেনের আক্রমণের মুখে এখনও পড়েনি বিশ্ব। ইজরায়েলের বিমানবন্দরে করোনা পরীক্ষা করার সময় বিদেশ থেকে আগত যাত্রীদের শরীরেই এই এই বিশেষ প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। সে দেশে এখনও পর্যন্ত এই বিশেষ স্ট্রেনে আক্রান্ত দুজন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যাঁদের শরীরে সামান্য উপসর্গ রয়েছে। তবে এর পরেই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা (New Strain OF Covid Found In ISrael)।

advertisement

আরও পড়ুন-মেট্রোর পরে এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে গাড়ি ! টানেল তৈরি হচ্ছে কলকাতায়

ইজরায়েলের চিকিৎসক, গবেষকরা বলেছে, এই ভাইরাসের প্রজাতি বি.এ.টু। এটি আগের প্রজাতি, অর্থাৎ ওমিক্রনের থেকে অনেক বেশি শক্তিশালী সংক্রমণের নিরিখে। এমনিতেই প্রাথমিক ভাইরাসের প্রজাতির তুলনায় সবচেয়ে বেশি সংক্রমণের শক্তি ছিল ওমিক্রনের, নতুন প্রজাতির ভাইরাস সেই শক্তিকেও অতিক্রম করে গিয়েছে। এটির সংক্রমণের ক্ষমতা নাকি তার  থেকেও বেশি। ফলে এটি আরও দ্রুত বিপুল সংখ্যায় মানুষকে কাবু করতে পারে।

advertisement

আরও পড়ুন-বউ ফিরে পেলেন প্রেমিক স্বামী, ত্রাতা হাইকোর্ট! মেয়ের পরিবারকে ধমক বিচারপতির

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

তবে এর মধ্যেও আশার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, মানুষের শরীরে সংক্রমণ দ্রুত ঘটালেও এর কাবু করার ক্ষমতা অনেকটাই কম। অর্থাৎ, এটি সহজে মানুষকে কঠিন রোগের দিকে ঠেলে দিতে পারছে না। ওমিক্রনের মতোই এটিতেও মৃত্যু হার কমই থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও পরিস্থিতি সম্পূর্ণ বিচার করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Covid 19: সর্বনাশ! ওমিক্রনের পর এসেছে করোনার নতুন স্ট্রেন, রূপ পাল্টে আরও ভয়ঙ্কর কোভিড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল