TRENDING:

Pregnant Woman: দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছু সপ্তাহ আগেই সিডনিতে BMW-র ধাক্কায় নিহত ৮ মাসের ভারতীয় বংশোদ্ভূত অন্তঃসত্ত্বা!

Last Updated:

Pregnant Woman:পুলিশ জানিয়েছে গত সপ্তাহে গর্ভবতী সমন্বিতা হাঁটতে বেরিয়েছিলেন তাঁর স্বামী এবং ৩ বছরের প্রথম সন্তানের সঙ্গে৷ সে সময় দ্রুতগতিতে আসা একটি বিএমডব্লিউ-এর ধাক্কায় প্রাণ হারান সমন্বিতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিডনি : আর কিছু সপ্তাহ পরই ছিল দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত দিন৷ কিন্তু পৃথিবীর আলো আর দেখা হল না অনাগত শিশুর৷ জঠরে গর্ভাবস্থায় থাকা অবস্থাতেই মা ও শিশুর প্রাণ চলে গেল মর্মান্তিক দুর্ঘটনায়৷ এই ঘটনা অস্ট্রেলিয়ার সিডনির৷ জানা গিয়েছে মৃতা সমন্বিতা ধরেশ্বর (৩৩) আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ পুলিশ জানিয়েছে গত সপ্তাহে গর্ভবতী সমন্বিতা হাঁটতে বেরিয়েছিলেন তাঁর স্বামী এবং ৩ বছরের প্রথম সন্তানের সঙ্গে৷ সে সময় দ্রুতগতিতে আসা একটি বিএমডব্লিউ-এর ধাক্কায় প্রাণ হারান সমন্বিতা৷
মৃতা সমন্বিতা ধরেশ্বর (৩৩) আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন
মৃতা সমন্বিতা ধরেশ্বর (৩৩) আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন
advertisement

তদন্তকারী পুলিশকর্তারা জানিয়েছেন শুক্রবার রাত ৮ টার সময় সিডনির হর্নসবি এলাকায় জর্জ সেন্ট অঞ্চলে সমন্বিতা সপরিবারে অপেক্ষা করছিলেন রাস্তা পার হবেন বলে৷ সে সময় কিয়া কার্নিভালের একটি গাড়ি থেমে যায় তাঁদের রাস্তা পারাপারের সুযোগ দিতে৷ কিন্তু সে সময় পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি বিএমডব্লিউ প্রথমে ধাক্কা দেয় কিয়া কার্নিভালের গাড়িটিকে৷ তার পর গাড়ির পার্কিং লটে ঢোকার মুখে সমন্বিতা গুরুতর আহত হন বিএমডব্লিউ-এর ধাক্কায়৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ওয়েস্টমিড হাসপাতালে৷ কিন্তু তাঁকে বা তাঁর গর্ভস্থ শিশু-কাউকেই বাঁচানো সম্ভব হয়নি৷ তাঁর স্বামী বা প্রথম সন্তানের আঘাত লেগেছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷

advertisement

আশ্চর্যজনক ভাবে বিএমডব্লিউ বা কিয়া-দু’টি গাড়ির কোনওটির চালকই অক্ষত৷ জানা গিয়েছে যে বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বার প্রাণ গিয়েছে, সেই গাড়ির চালক অ্যারন পাপাজোগলু (১৯) শিক্ষানবিশ ছিলেন৷ প্রভিশনাল বা প্রবেশনারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন৷

আরও পড়ুন : যৌন সম্পর্কের আব্দার! অটো রিকশা চালিয়ে একা শ্রীলঙ্কা সফররত নিউজিল্যান্ডের তরুণীর সামনেই হস্তমৈথুন স্থানীয় তরুণের! ভাইরাল ভিডিও!

advertisement

সোশ্যাল মিডিয়ার প্রোফাইল অনুযায়ী, সমন্বিতা একজন দক্ষ আইটি সিস্টেম বিশ্লেষক ছিলেন, যিনি ব্যবসায়িক অ্যাপ্লিকেশন প্রশাসন এবং সহায়তার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ছিলেন। তিনি বর্তমানে আলস্কো ইউনিফর্মের জন্য পরীক্ষা বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে যে বিএমডব্লিউ গাড়ির চালককে পরে তার ওয়াহরুঙ্গার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ফলে মৃত্যু, অবহেলা করে গাড়ি চালানোর ফলে মৃত্যু এবং একটি ভ্রূণ ক্ষতি-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে ভৈরবের মহোৎসব! প্রেমবাবা থেকে ডাববাবা, নামেই লুকিয়ে মজার কাহিনী
আরও দেখুন

অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল৷ বিষয়টির গুরুত্বের কথা উল্লেখ করে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। ২০২২ সালে নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) প্রণীত জো’স আইনের (Zoe’s Law) অধীনে তার বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আইনে অনাগত শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এমন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, দোষী সাব্যস্ত হলে বিপজ্জনক বা অবহেলাজনিত গাড়ি চালানোর জন্য নির্ধারিত শাস্তির পাশাপাশি অপরাধীদের তিন বছরের অতিরিক্ত কারাদণ্ডেরও বিধান রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pregnant Woman: দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছু সপ্তাহ আগেই সিডনিতে BMW-র ধাক্কায় নিহত ৮ মাসের ভারতীয় বংশোদ্ভূত অন্তঃসত্ত্বা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল