ম্যাক্সার টেকনোলজিস নামে যে সংস্থা এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে, তাদের দাবি, বেলারুশ সীমান্ত দিয়েও ইউক্রেনের দিকে এগোচ্ছে রুশ সেনার কনভয়৷ রুশ সেনা ছাড়াও সেই কনভয়ে গ্রাউন্ড অ্যাটাক হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে৷ বেলারুশ হয়ে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে অবস্থান করছিল রুশ সেনা৷
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত রাশিয়া, ইউক্রেন হামলার জেরে সিদ্ধান্ত নিল ফিফা
advertisement
সোমবার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, কামান বহনকারী ট্রাক সহ রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় ইউক্রেনের অ্যান্টোনভ বিমানবন্দরের কাছাকাছি জায়গায় চলে এসেছে৷
আরও পড়ুন: প্রাণ গিয়েছে সাড়ে চার হাজার রুশ সেনার, দাবি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির
এত কিছুর পরেও অবশ্য সোমবার রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, তারা যুদ্ধ শুরু করেনি৷ বরং তা শেষ করা চেষ্টা করছে৷ ইউরোপকে মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের মুখে ফেলার জন্য ন্যাটোকেই দায়ী করেছে রাশিয়া৷
সোমবার বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া এবং ইউক্রেন৷ যদিও তাতে কোনও রফাসূত্র বেরোয়নি৷ ফের দুই দেশ আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে৷ এরই মধ্য চরবৃত্তির অভিযোগে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত রাশিয়ার ১২ জন সদস্যকে আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে জো বাইডেন প্রশাসন৷ আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে রাশিয়া৷