এই সব সমস্যা মেটাতেই এবার বিজ্ঞানিরা আবিষ্কার করে ফেললেন নতুন এক পদ্ধতি ! যার নাম ভাচুর্য়াল সেক্স ! হ্যাঁ, ঠিকই পড়েছেন ভাচুর্য়াল বিশ্বকে বাস্তবে আনতে নতুন দাওয়াই এটি ৷ লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে আবিষ্কার হল এই ভাচুর্য়াল সেক্স !
ভাবছেন এই ভাচুর্য়াল সেক্স ব্যাপারটা আবার কি? আসুন খোলসা করা যাক ৷
advertisement
ভাচুর্য়াল সেক্সে ব্যবহার হবে থ্রি ক্যামেরা ৷ সঙ্গে চোখে চশমা ৷ ইন্টারনেট কলের মাধ্যমে দূরে থাকা আপনার প্রিয় মানুষটির সঙ্গে যোগাযোগ স্থাপন হবে ৷ তারপর গোটা যৌনতাই ঘটবে থ্রি-র মাধ্যমে ৷ পুরো ব্যাপারটা এমনই যেন সত্যিই মনে হবে আপনি আপনার প্রিয় মানুষদের দেদার আদর করছেন ৷ ফিলিং ব্যাপারটিতে একশো শতাংশ গ্যারান্টিও দিয়েছেন বিজ্ঞানিরা ৷
শুধু তাই নয়, বিজ্ঞানিরা জানিয়েছেন বেশ কিছু মহিলা ও পুরুষদের ওপর এটি পরীক্ষা করা হয়েছে ৷ দেখা গিয়েছে, প্লেজারের ব্যাপারে এটি দারুণ একটি পদ্ধতি ! তবে বিদেশে এটি জনপ্রিয় হলেও, ভারতে এটি আসতে এখনও অনেক দেরি ৷