২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে গেল সার্কাসের ২টি হাতি। তবে তাদের ধরতে গিয়ে নাজেহাল দশা। রাশিয়ার ইয়েকাটেরিনবার্গের ঘটনা। গতকাল তাঁবু সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সার্কাস কর্তৃপক্ষ। বাইরে তখন তুষারপাত। হাতি ২'টিকে ট্রাকে তোলার চেষ্টা চলছিল। কিন্তু চারপাশের বরফ দেখে মহা আনন্দে সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে পড়ে ২ জন। বরফে মহা আনন্দে খেলে বেড়াতে থাকে। বরফঢাকা রাস্তায় ঘুরে বেড়াতে থাকা। কোথাও রাস্তার উপর বসে পড়ে।
advertisement
রাস্তার উপর এমন দু'টি হাতিকে দেখে সকলেই থমকে যায়। তাদের তাঁবুতে ফেরাতে শুরু হয় নানা কসরৎ। প্রথমে গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝানোর চেষ্টা। তাতে কাজ না হওয়ায় অবশেষে বেঁধে ধরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। চব্বিশ ঘণ্টার মুক্তজীবন শেষ। আবার তাঁবুতে ফিরে যেতে হল দুই হাতিকে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2020 11:33 AM IST