জানা গিয়েছে, বিস্ফোরণের আগে বেলোচিস্তানের বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে হত্যা করা হয়। এদিন তাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি ৷ বিলাল আনওয়ার কাশিকে গুলি করে হত্যা করে কয়েকজন বন্দুকবাজ ৷ গুলিবিদ্ধ কাশিকে হাসপাতলে নিয়ে যাওয়া হলেও সেখানে বিস্ফোরণটি ঘটে ৷ সেই সময় কাশিকে শেষবারের জন্য দেখতে ও শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু আইনজীবী । হাসপাতালের এমার্জেন্সি বিভাগের বাইরে জড়ো হয়েছিলেন অনেকেই। সেই ভিড়েই বিস্ফোরণটি ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী মারা গিয়েছেন ও আহত হয়েছেন ৷
advertisement
আহতদের অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সিন্ধ প্রদেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। যদিও, পাক প্রশাসন আঙুল তুলেছে ভারতের দিকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2016 11:42 AM IST