TRENDING:

পাকিস্তানের কোয়েট্টায় হাসপাতালে বিস্ফোরণে নিহত ৯৩

Last Updated:

সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান ৷ পাকিস্তানের কোয়েট্টায় একটি হাসপাতালে বিস্ফোরণ ঘটে ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের ৷ আহতে সংখ্যা ৩৫ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ:  ফের রক্তাক্ত পাকিস্তান ৷ সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান ৷ পাকিস্তানের কোয়েট্টায় একটি হাসপাতালে বিস্ফোরণ ঘটে ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে ৯৩ জনের ৷ আহতের সংখ্যা শতাধিক  ৷
advertisement

জানা গিয়েছে, বিস্ফোরণের আগে বেলোচিস্তানের বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে হত্যা করা হয়। এদিন তাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি ৷ বিলাল  আনওয়ার কাশিকে গুলি করে হত্যা করে কয়েকজন বন্দুকবাজ ৷ গুলিবিদ্ধ কাশিকে হাসপাতলে নিয়ে যাওয়া হলেও সেখানে বিস্ফোরণটি ঘটে ৷ সেই সময় কাশিকে শেষবারের জন্য দেখতে ও শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু আইনজীবী । হাসপাতালের এমার্জেন্সি বিভাগের বাইরে জড়ো হয়েছিলেন অনেকেই। সেই ভিড়েই বিস্ফোরণটি ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী মারা গিয়েছেন ও আহত হয়েছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আহতদের অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সিন্ধ প্রদেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। যদিও, পাক প্রশাসন আঙুল তুলেছে ভারতের দিকে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের কোয়েট্টায় হাসপাতালে বিস্ফোরণে নিহত ৯৩