সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে তাতে দেখা গেছে, হংকংয়ের পুলিশ কয়েকজনকে ঘিরে ধরে আটক করে । সেই ভিড়ের মধ্যে আটকে পড়ে মেয়েটি ,এরপর মেয়েটি তার মধ্যে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখন একজন পুলিশ তাকে তাড়া করে এবং সে মাটিতে পড়ে যায় , সেখান থেকে তাকে টানতে টানতে তোলা হয়। এমনটাই জানানো হয়েছে দ্য গার্ডিয়ান-এর একটি প্রতিবেদনে। কয়েকজন মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তাদের গ্রেফতার করা হয়। মেয়েটির ভাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে তাকেও মাটিতে ফেলে টানতে টানতে তোলা হয়।
advertisement
মেয়েটির পরিবারের তরফে জানানো হয়েছে যে মেয়েটি আঁকার কিছু সরঞ্জাম কিনতে বেরিয়েছিলেন এবং সে পুলিশ দেখে ভয় পেয়ে যায় ,তাই ভয়ে পালাচ্ছিল । এরপর তাকে তাড়া করা হয় এবং মাটিতে পড়ে যায়।এমনটাই জানা গেছে স্থানীয় এক সংবাদ মাধ্যম মারফত।
করোনাভাইরাসের কারণে জমায়েত করা বারণ,তারমধ্যে এই জমায়েত আইন বিরুদ্ধ। তাই জরিমানা করা হয়। মেয়েটির মা জানায় তিনি তিনি এই ঘটনার অভিযোগ জানাবেন এবং মামলা দায়ের করবে।
পুলিশ ঘটনার কয়েক ঘন্টা পরে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে মেয়েটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তাই তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পুলিশ তাকে সামান্য বল প্রয়োগ করাতেই সে পড়ে যায় ।পুলিশ এও জানিয়েছে তরুণ-তরুণীদের এইসব প্রতিবাদ থেকে দূরে থাকতে এবং নিজেদেরকে বিপদ থেকে সুরক্ষিত রাখতে । যদিও এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠছে।