TRENDING:

Bangladesh elections 2018: বিএনপি-আওয়ামি লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভোটগ্রহণ চলাকালীন মৃত ১

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ ৷ রবিবার সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ চলবে বিকেল ৪টে পর্যন্ত ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশ ৷ তবু, এড়ানো গেল না অশান্তি ৷ ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কুমিল্লা এবং চট্টগ্রাম ৷
advertisement

বাংলাদের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ৬.৩০ টা ভোট শুরু হতেই নাগাদ চট্টগ্রামের কাউখালি ভোটকেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয় ৷ আওয়ামি লিগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ কুমিল্লা এবং চট্টগ্রাম ৷ এই দু’জায়গাতেই দফায় দফায় সংঘর্ষ বাঁধে দু’দলের সমর্থকদের মধ্যে ৷ সংঘর্ষের জেরে মৃত্যু হয় ১ জনের ৷ মৃতের নাম মহম্মদ বাসির উদ্দিন ৷ তিনি যুব লিগের সাধারণ সম্পাদক ছিলেন ৷ এছাড়া গুরুতর আহত হয়েছেন ১০জন ৷ তাদের কাউখালি উপজিলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: Bangladesh elections 2018: চতুর্থবারের জন্য কি ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন শেখ হাসিনা ?

ভোট শুরুর অনেক আগে থেকেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা ৷ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুজব এবং অপপ্রচার রুখতে সারাদেশে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করে দেওয়া হয় ৷ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি’র গতি কমিয়ে দিয়েছে । আজ রাত ১২টার পর ফের স্বাভাবিক হবে পরিষেবা ৷ শুধু ইন্টারনেট পরিষেবাই না ৷ বাংলাদেশে সাধারণ যানবাহন এবং নৌকা চলাচলের উপরও জারি নিষেধাজ্ঞা ৷ তবে, এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে ৷ যার মধ্যে রয়েছে নির্বাচনী পর্যবেক্ষক, কূটনীতিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস-সহ বেশ কিছু পরিষেবা ৷

advertisement

আরও পড়ুন:  Bangladesh election 2018: সকাল সকালই ভোট দিলেন শেখ হাসিনা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই এবার বিরোধী জোটের মাথায় বসেছেন কামাল হোসেন। বিএনপি দলনেত্রী খালেদা জিয়া তথা প্রাক্তন প্রধানমন্ত্রী আর্থিক দুর্নীতির মামলায় আপাতত জেলবন্দি ৷ ফলে আপাতত নির্বাচনে লড়তে পারছেন না তিনি ৷ সেজন্য কিছুটা হলেও এবার দমেছিল বিএনপি ৷ তবে, ভোটগ্রহণ পর্ব শুরু হতেই বেশ আক্রমণাত্মক মেজাজে বিএনপি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh elections 2018: বিএনপি-আওয়ামি লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভোটগ্রহণ চলাকালীন মৃত ১