TRENDING:

সীমিত সময়ের বিশেষ ছাড় ইন্ডিগোর ফ্লাইটে, ১২১২ টাকায় পাবেন টিকিট !

Last Updated:

ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ? তবে হাতে বেশি সময় নেই ? খুছ পরোয়া নেহি ৷ ইন্ডিগোর ফ্লাইটে চড়ে উড়ে যান গন্তব্যে ৷ ভাবছেন বিমান মানেই বশি ভাড়া, একদমই না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ? তবে হাতে বেশি সময় নেই ? খুছ পরোয়া নেহি ৷ ইন্ডিগোর ফ্লাইটে চড়ে উড়ে যান গন্তব্যে ৷ ভাবছেন বিমান মানেই বশি ভাড়া, একদমই না ৷ এই বর্ষায় বিশেষ ছাড় পাবেন ইন্ডিগোর ফ্লাইটে ৷ ইন্ডিগোর অ্যানিভার্সারি অফারে মাত্র ১২১২ টাকায় পেতে পারেন টিকিট ৷ ১২বছরে পা দিল ইন্ডিগো, যার ফলে এই বিশেষ ছাড় ৷ নিজেদের ওয়েবসাইটেও এই কথা জানায়ে দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ ৷
advertisement

আরও পড়ুন সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, ৬ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবরে জঙ্গি নিধন অভিযান

১০ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে কাটতে হবে টিকিট, তাহলেই অল্প টাকায় পেয়ে যাবেন টিকিট ৷ কিন্তু এই ছাড় অল্প সময় এবং সীমিত সিটের ক্ষেত্রেই প্রযোজ্য ৷ তবে যাত্রীদের জানিয়ে রাখা প্রয়োজন যে এই সব টিকিট ফেরত যোগ্য নয় ৷ যদি কোনও যাত্রীর এই বিশেষ ছাড়ের টিকিট ক্যান্সেল করতে হয়, তাহলে ফেরত পাবেন শুধু করের টাকাটা ৷ আর গ্রুপেও কাটতে পারবেন না এই টিকিট ৷

advertisement

আরও পড়ুন পোড়া রুটি খেতে দেওয়ার অপরাধে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

কিছুদিন আগেই এই বিমান কর্তৃপক্ষ ৯৯৯ টাকার টিকিটেরও অফার দিয়েছিল ৷ ৮ই জুলাই শেষ হয়েছে সেই অফার ৷ এরপরই নতুন অফার নিয়ে হাজির ইন্ডিগো ৷ তাহলে আর চিন্তা কীসের ? তাড়াতাড়ি হলিডে প্ল্যান করে কেটে ফেলুন টিকিট ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সীমিত সময়ের বিশেষ ছাড় ইন্ডিগোর ফ্লাইটে, ১২১২ টাকায় পাবেন টিকিট !