TRENDING:

সীমিত সময়ের বিশেষ ছাড় ইন্ডিগোর ফ্লাইটে, ১২১২ টাকায় পাবেন টিকিট !

Last Updated:

ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ? তবে হাতে বেশি সময় নেই ? খুছ পরোয়া নেহি ৷ ইন্ডিগোর ফ্লাইটে চড়ে উড়ে যান গন্তব্যে ৷ ভাবছেন বিমান মানেই বশি ভাড়া, একদমই না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ? তবে হাতে বেশি সময় নেই ? খুছ পরোয়া নেহি ৷ ইন্ডিগোর ফ্লাইটে চড়ে উড়ে যান গন্তব্যে ৷ ভাবছেন বিমান মানেই বশি ভাড়া, একদমই না ৷ এই বর্ষায় বিশেষ ছাড় পাবেন ইন্ডিগোর ফ্লাইটে ৷ ইন্ডিগোর অ্যানিভার্সারি অফারে মাত্র ১২১২ টাকায় পেতে পারেন টিকিট ৷ ১২বছরে পা দিল ইন্ডিগো, যার ফলে এই বিশেষ ছাড় ৷ নিজেদের ওয়েবসাইটেও এই কথা জানায়ে দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ ৷
advertisement

আরও পড়ুন সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, ৬ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবরে জঙ্গি নিধন অভিযান

১০ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে কাটতে হবে টিকিট, তাহলেই অল্প টাকায় পেয়ে যাবেন টিকিট ৷ কিন্তু এই ছাড় অল্প সময় এবং সীমিত সিটের ক্ষেত্রেই প্রযোজ্য ৷ তবে যাত্রীদের জানিয়ে রাখা প্রয়োজন যে এই সব টিকিট ফেরত যোগ্য নয় ৷ যদি কোনও যাত্রীর এই বিশেষ ছাড়ের টিকিট ক্যান্সেল করতে হয়, তাহলে ফেরত পাবেন শুধু করের টাকাটা ৷ আর গ্রুপেও কাটতে পারবেন না এই টিকিট ৷

advertisement

আরও পড়ুন পোড়া রুটি খেতে দেওয়ার অপরাধে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

কিছুদিন আগেই এই বিমান কর্তৃপক্ষ ৯৯৯ টাকার টিকিটেরও অফার দিয়েছিল ৷ ৮ই জুলাই শেষ হয়েছে সেই অফার ৷ এরপরই নতুন অফার নিয়ে হাজির ইন্ডিগো ৷ তাহলে আর চিন্তা কীসের ? তাড়াতাড়ি হলিডে প্ল্যান করে কেটে ফেলুন টিকিট ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সীমিত সময়ের বিশেষ ছাড় ইন্ডিগোর ফ্লাইটে, ১২১২ টাকায় পাবেন টিকিট !