প্রতিদিন ভারতীয় রেলে চাপেন লক্ষ লক্ষ যাত্রী। সেই লক্ষ লক্ষ যাত্রী ও সাধারণ মানুষদের জন্য লাখ টাকার প্রশ্ন এনেছে রেল কর্তৃপক্ষ। প্রশ্নটি হল- ‘হাউ টু রেইজ মানি ফর রেলওয়েজ টু প্রোভাইড বেটার সার্ভিসেস।’অর্থাত্ খরচ কমিয়ে আরও উন্নত পরিষেবা দিতে রেলকে দেখাতে হবে আয়ের সঠিক পথ। এই প্রশ্নের উত্তর দিতে পারলেই লাখপতি।
advertisement
ভাড়া কমছে শতাব্দী এক্সপ্রেসের
প্রতিযোগিতার প্রথম পুরস্কার দশ কোটি টাকা, দ্বিতীয় জন পাবেন পাঁচ লাখ, তৃতীয় তিন লাখ ও চতুর্থ জনের ঝুলিতে আসবে এক লাখ টাকা । প্রতিযোগিতায় অংশ নিতে হলে লগইন করতে হবে ভারতীয় রেলের ওয়েবসাইট https://innovate.mygov.in-এ । নাম রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীর ইমেল-এ প্রতিযোগিতার নিয়মাবলী জানিয়ে রেলের তরফ থেকে মেল পাঠানো হবে।
রেলকে আয়ের সুযোগ্য পথ দেখানোর ভাবনাটি গুছিয়ে ন্যূনতম 250 শব্দ থেকে সর্বাধিক এক হাজার শব্দের মধ্যে লিখে পিডিএফ বা পিপিটি ফরম্যাটে পাঠাতে হবে। লিখতে হবে ইংরেজি বা হিন্দিতে। লেখা পাঠানোর শেষ তারিখ 19 মে, 2018।