আরও পড়ুন: ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে অস্ত্র পাচার, গ্রেফতার আরও ১
ভারতের সশস্ত্র বাহিনী বর্তমানে ৫.৫৬x৪৫ এমএম ইনসাস রাইফেল ব্যবহার করে৷ এই রাইফেল পুরনো হয়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল কিনতে হচ্ছে ভারতকে৷ এই রাইফেলটি প্রচণ্ড শক্তিশালী ও যুদ্ধক্ষেত্রে সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়৷ চলতি মাসের প্রথম দিকেই আমেরিকার সঙ্গে রাইফেল কেনার চুক্তি সেরে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই রাইফেলের বেশির ভাগটাই দেওয়া হবে ৩ হাজার ৬০০ কিমি বিস্তৃত চিন সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাকে৷
advertisement
২০১৭ সালের অক্টোবর থেকে ভারতীয় সেনা ৭ লক্ষ রাইফেল, ৪৪ হাজার লাইট মেশিন গান ও ৪৪ হাজার ৬০০টি কার্বাইন কেনার প্রক্রিয়া শুরু করেছে৷ ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে তৈরি অ্যাসল্ট রাইফেল প্রথমে কেনার কথা ছিল ভারতীয় সেনার৷ কিন্তু সেনা ওই রাইফেল নাকচ করে দেয়৷ আধিকারিকদের বক্তব্য, বিশ্ববাজার থেকে অত্যাধুনিক রাইফেল দরকার৷ ইছাপুরের রাইফেল অত্যাধুনিক নয়৷