মাছিভাঙা, খামারাইট, টোনা, উড়িয়াপাড়া, ডিবডিবাতে বিজয়ী সেই পাঁচ প্রার্থীকে নিয়েই আজ ভাঙড়ের রাস্তায় বিজয় মিছিল ৷ ভাঙড়ের মাছিভাঙায় আজ সকাল থেকেই শুরু হয়েছে নির্দল প্রার্থীদের বিজয় মিছিল ৷ যে পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে এত জলঘোলা, সেই গ্রিডের সামনে এসেও মিছিল করেন জয়ী প্রার্থীরা ৷ মিছিলে ছিলেন সমীর পুততুণ্ডও ৷
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দিয়ে ভাঙড়ে ৫ আসনে জয়ী জমিরক্ষা কমিটি
advertisement
আজ মিছিলে আন্দোলনে ধৃতদের মুক্তির দাবিও তোলেন জমিরক্ষা কমিটির সমর্থকরা ৷ পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই জমিরক্ষা কমিটি ও আরাবুল বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উটেছিল ভাঙড় ৷ দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন জমিরক্ষা কমিটির এক সদস্য ৷ এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ৷ সে সময়ই আটক করা হয়েছিল জমি কমিটিরও বেশ কয়েকজনকে ৷ আজ সেই ধৃতদের মুক্তির দাবি ওঠে জমিরক্ষা বাহিনীর তরফে ৷