আরও পড়ুন: ভাটার সময় নদীর পাড় বরাবর জেগে উঠছে বালির চর, গতি হারাচ্ছে গঙ্গা
২০১২ সালে ভিডিওকন গ্রুপের নেওয়া ৩২৫০ কোটি টাকা ঋণের ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এসেছে আইসিআইসিআই ব্যাঙ্কের বেশ কয়েকজন উচ্চপদস্থের নাম ৷ অন্যদিকে, দীপকের সংস্থার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতের। এর প্রেক্ষিতেই ধুত, দীপক সহ বেশ কয়েকজনের নামে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই।
advertisement
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, 'দলিত' রায়ে স্থগিতাদেশ নয়
Location :
First Published :
April 04, 2018 6:11 PM IST