এরপরই শুরু হয় নাটক ৷ নিজের প্যান্ট খুলে দিতে বলেন ওই ব্যক্তি ৷ কোন উপায় না পেয়ে, তা করে দেন কর্মীরা ৷ তবে এখানেই শেষ নয় ৷ এরপর তার নিতম্ব পরিষ্কার করে দিতে হুকুম দেন তিনি ৷ কর্মীদের কাছে না শুনতেও অস্বীকার করেন তিনি ৷ বিমানকর্মীদের অভিযোগ যে ওই ব্যক্তি নিরুপায় ছিলেন না ৷ যেই যুক্তি বিমানকর্মীরা তুলে ধরছেন তাতে সেটা স্পষ্ট ৷
advertisement
আরও পড়ুন ভারতীয় কর্মীরা খাটেন বেশি, ছুটি নেন কম !
তাদের বয়ান অনুযায়ী হুইলচেয়ারে বসা ব্যক্তি পুরুষের সাহায্য নিতে অস্বীকার করেন ৷ তিনি শুধুমাত্র মহিলা বিমান সেবিকাদের দিয়েই নিতম্ব পরিষ্কার করাতে চান ! এতেই ক্ষেপে ওঠেন বিমানকর্মীরা ৷ কিন্তু যাত্রীর সাহায্যে তাও করতে বাধ্যে হন তারা ৷ বিমানের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং খবরটি ভাইরাল হয় ৷
advertisement
Location :
First Published :
January 23, 2019 9:58 PM IST