আরও পড়ুন : নিরাপত্তার কারণে এখনই খুলছে না বিশ্ববাংলা গেট ও রেস্তোরাঁ, সিদ্ধান্ত প্রশাসনের
নদিয়ায় রেশন দুর্নীতি তেহট্ট ও পলাশির ১১টি রেশন দোকান চিহ্নিত করা হয়েছে যেখান থেকে নিম্নমানের চাল সরবরাহ সুবোধ কুমার রায় নামে এক ডিস্ট্রিবিউটরের গুদাম থেকে চাল সরবরাহ হত ৷ সুবোধকে জিজ্ঞাসাবাদ করে তেহট্টের ৩টি ও পলাশির ১টি চালকলের হদিশ ৷ রেশন দুর্নীতি আঁচ করতে পেরেই খাদ্য দফতর রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছিল। তারপরই তদন্তে নামে সিআইডি।
advertisement
বাজেয়াপ্ত চাল বা নিম্ন মানের চালের বস্তা পরীক্ষার জন্য আগেই পাঠানো হয়েছিল । প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্তকারীরা। সিআইডির রাডারে এখন খাদ্য দফতরের কয়েকজন কর্মী ও চালকল মালিক। অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এখন শুধু সময়ের অপেক্ষা।
Location :
First Published :
May 31, 2018 2:24 PM IST