এই পরিস্থিতিতে ইমরান খান জানিয়েছেন বহু সময় ধরে কাশ্মীরের বাসিন্দারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন ৷ তাঁদের কথা ভেবেই ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি ৷ তিনি আরও যোগ করেছেন যদি ভারত চায় তবে তিনিও আলোচনার টেবিলে বসতে রাজি ৷ এরফলে দু'দেশের সম্পর্কের উন্নতি হতে পারে বলেই তাঁর আশা ৷
advertisement
ইমনার খানের দল সংখ্যা গরিষ্ঠতার থেকে আর মাত্র কয়েকটি আসন দূরে ৷ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ এক বিবৃতিতে জানিয়েছেন এতদিনে পাকিস্তান এক যোগ্য নেতা পেয়েছে ৷ আগামী দিনে পাকিস্তানের উন্নতিতে ইমারানের অনেক বড় ভূমিকা থাকবে বলেই তাঁর আশা ৷ তবে ইমরান কাশ্মীর নিয়ে সরব হলেও সন্ত্রাস নিয়ে ছিলেন নীরব। প্রশ্ন এখন পাকিস্তান যোগ্য নেতা পেলেও ভারত কি পেল যোগ্য প্রতিবেশী নেতা ? এই এখন লাখ টাকার প্রশ্ন।
আরও পড়ুন : চতুর্দিকে মৃত্যুমিছিল! আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত ২১৫