TRENDING:

ত্রিপুরা পারলে বাংলাও পারবে: মোদি

Last Updated:

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ৷ ত্রিপুরা, নাগাল্যান্ড আজ গেরুয়া শিবিরের দখলে ৷ ত্রিপুরা জয়ের মঞ্চ থেকেই বাংলা দখলের ভবিষ্যদ্বানী করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ৷ ত্রিপুরা, নাগাল্যান্ড আজ গেরুয়া শিবিরের দখলে ৷ ত্রিপুরা জয়ের মঞ্চ থেকেই বাংলা দখলের ভবিষ্যদ্বানী করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ ত্রিপুরায় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে বাংলায় ৷ তাহলে বাংলায় সম্ভব নয় কেন ?
advertisement

বছর গড়ালেই লোকসভা নির্বাচন ৷ নির্বাচনে বিজেপির লক্ষ্য এবার বাংলা দখল ৷ সেই বাংলা দখলের লক্ষ্যেই এবার বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মেদিনীপুর কলেজ মাঠে কৃষক কল্যাণ সমাবেশ থেকে নরেন্দ্র মোদি বাংলা দখলেরই বার্তা দিলেন ৷ বলেন, গণতন্ত্রের হত্যা হচ্ছে বাংলায় ৷ ত্রিপুরায় মুক্তির সূর্য উঠেছে ৷ সাহস দেখালে সাফল্য আসবে রাজ্যেও ৷

advertisement

‘আমার সরকার, আপনাদের সরকার ৷ কৃষাণ দরদি সরকার ৷’ বাংলায় এসে স্পষ্ট বাংলা ভাষাতেই ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী ৷ ভাষণের শুরু থেকে শেষ, কখনও তৃণমূলকে আক্রমণ ! আবার কখনও কৃষদের জন্য একের পর এক প্রতিশ্রুতি ! আর সেই প্রতিশ্রুতি শুনেই জনসভা থেকে ভেসে আসল উচ্ছ্বাস আর করতালি ৷ মোদি বলেন, দেশের অগ্রগতিতে কৃষকদের অবদান অমূল্য ৷ সভায় কৃষকদের ভিড় আমায় আপ্লুত করেছে ৷

advertisement

বাংলা যে কৃষিপ্রধান রাজ্য ৷ সেই বিষয়টি অজানা নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কৃষকদের মন জয় করতে পারলেই যে, বাংলা দখলের পরিকল্পনা সফল হবে সেই বিষয়টি অজানা নয় তাঁর ৷ তিনি বলেন, বাংলায় আলুর ফলন ভাল হয় ৷ কৃষিতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে ৷ কৃষক স্বার্থে কাজ করে চলেছে কেন্দ্র ৷ ফসলের ন্যায্য দাম দিতে সচেষ্ট কেন্দ্র ৷ বাংলার কৃষকরা বিশেষভাবে উপকৃত হয়েছেন ৷ পাটে গত বছর কুইন্টালে ১৭০০ টাকা বেড়েছে ৷ ক্ষমতায় এসে চটের দাম বাড়িয়েছে কেন্দ্র ৷ জোয়ার,ভুট্টার সহায়ক মূল্য বেড়েছে ৷ সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার ৷ ২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুণ হবে ৷

advertisement

মোদীর কৃষক প্রেম এবং রাজ্য সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সহযোগিতা রয়েছে ৷ সেই বিষয়টি এদিন অস্বীকার করলেন না প্রধানমন্ত্রী নিজেই ৷ তাই এদিন পরিবর্তনের বার্তা দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি ৷ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ ৷ দিদি হাতজোড় করে স্বাগত জানিয়েছেন ৷ আমাকে স্বাগত জানিয়েছে তৃণমূলও ৷ বিপুল লোক সমাগম দেখে আমি আনন্দিত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ত্রিপুরা পারলে বাংলাও পারবে: মোদি