TRENDING:

পোড়া রুটি খেতে দেওয়ার অপরাধে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

Last Updated:

রুটি পুড়ে গিয়েছে ৷ এটাই ছিল অপরাধ ৷ আর এই অপরাধের জেরেই তিন তালাক দিল স্বামী ৷ এমনই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেহবুবা জেলার পারেঠা গ্রামে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: রুটি পুড়ে গিয়েছে ৷ এটাই ছিল অপরাধ ৷ আর এই অপরাধের জেরেই তিন তালাক দিল স্বামী ৷ এমনই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেহবুবা জেলার পারেঠা গ্রামে ৷
advertisement

তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ৷ কয়েক মাস আগে এমনটাই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরও তিন তালাকের পর ঘৃণ্য একটি আজও অব্যাহত ৷ ফের সেই তিন তালাকেরই স্বীকার হলেন মেহবুবা জেলার ২৪ বছরের এক মহিলা ৷ পোড়া রুটি বানানোর অভিযোগে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তাঁর স্বামী ৷ এই ঘটনার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনাটি ৷

advertisement

আরও পড়ুন:  ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেফতার ৯৯ বছরের বৃদ্ধ

গত বছরই বিয়ে করেন তারা ৷ বিয়ের পর থেকেই নানা অজুহাতে স্ত্রীয়ের উপর অত্যাচার চালাত স্বামী ৷ এমনকী, তাঁর স্বামী জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিতেন বলেও অভিযোগ করেন স্ত্রী ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

গত বছর ২২ অগস্ট শীর্ষ আদালত রায় দিয়েছিল, তিন তালাক প্রথা অবৈধ এবং অসাংবিধানিক ৷ কিন্তু এই রায় তিন তালাকে লাগাম পরাতে পারেনি। সুপ্রিম কোর্ট তালাক-এ-বিদ্দৎ-কে অবৈধ বলে রায় দিলেও এই কাজের জন্য শাস্তির কোনও বিধান নেই বর্তমান আইনে। এবং তারই সুযোগ নিয়ে মুখে বা চিঠিতে, ফোন বা ইন্টারনেটে এমন তালাক দেওয়ার ঘটনা আকছার ঘটছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পোড়া রুটি খেতে দেওয়ার অপরাধে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী