TRENDING:

TMC: তৃণমূলকে কেন ভোট নয়, HIV আক্রান্ত দম্পতির খাবার বন্ধ! মারাত্মক অভিযোগ হাওড়ায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্তু মল্লিক, হাওড়া: তৃণমূলকে ভোট দেননি৷ তাই সরকারি প্রকল্পের আওতায় এইচআইভি আক্রান্ত দম্পতি খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হল৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাওড়ার শ্যামপুরে৷ যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
তৃণমূল নেতাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এইচআইভি আক্রান্ত দম্পতির৷
তৃণমূল নেতাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এইচআইভি আক্রান্ত দম্পতির৷
advertisement

জানা গিয়েছে, শ্যামপুরের বাসিন্দা এক দম্পতি ২০১২ সালে কর্মসূত্রে মুম্বাইয়ে থাকাকালীন এইচআইভি-তে আক্রান্ত হন৷ তার পর থেকেই চিকিৎসা শুরু হয় তাঁদের৷ মুম্বাই থেকে শ্যামপুরে ফিরে আসেন ওই দম্পতি৷ এর পর ২০১৬ সাল থেকে সরকারি সহায় প্রকল্পের অধীনে ওই দম্পতিকে খাবার দেওয়া হত৷ স্থানীয় স্কুলের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার পেতেন ওই দম্পতি৷

advertisement

কিন্তু সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনের পরেই স্থানীয় তৃণমূল নেতাদের রোষের মুখে পড়তে হয় অসহায় দম্পতিকে৷ অভিযোগ, তাঁরা তৃণমূলকে ভোট দেননি এই যুক্তি দেখিয়ে ওই দম্পতির খাবার দেওয়া বন্ধ করে দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ এ নিয়ে স্কুলের শিক্ষিকাদের উপরে চাপ তৈরি করেন তাঁরা৷ ওই দম্পতির অভিযোগ, ভোট গণনার পর দিন থেকেই স্কুল থেকে তাঁদের আর খাবার দেওয়া হচ্ছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শ্যামপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা জুলফিকার আলি মোল্লা৷ তাঁর দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। যদিও কোনও কারণে ওই দম্পতিকে খাবার দেওয়া বন্ধ হয়ে থাকে তাহলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এইচআইভি আক্রান্ত ওই দম্পতি আগের মতোই খাবার পাবেন বলেও দাবি করেছেন ওই তৃণমূল নেতা।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
TMC: তৃণমূলকে কেন ভোট নয়, HIV আক্রান্ত দম্পতির খাবার বন্ধ! মারাত্মক অভিযোগ হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল