TRENDING:

CCTV Footage: সিসিটিভি ফুটেজে বন্দি নৃশংস হত্যাকাণ্ড! ঝগড়া, হাতাহাতি থেকে এলোপাথাড়ি ছুরির কোপ! পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিহত ট্রাকচালক!

Last Updated:

CCTV Footage:পুলিশফাঁড়ির সামনেই মাত্র কয়েক ফুট দূরত্বে হয় এই রোমহর্ষক ঘটনা। এক চালকের ছুরির কোপে অন্য চালক মৃত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: হাতাহাতি থেকে ছুরিকাঘাতে কুপিয়ে খুন ড্রাইভারকে। সিসিটিভিতে ক্যামেরাবন্দি হল হাড়হিম করা সেই দৃশ্য। এই ঘটনা ধূলাগড় ট্রাক টার্মিনাস অর্থাৎ পাইকারি সবজি বাজারে! পুলিশফাঁড়ির সামনেই মাত্র কয়েক ফুট দূরত্বে হয় এই রোমহর্ষক ঘটনা। এক চালকের ছুরির কোপে অন্য চালক মৃত। ক্যামেরার ফুটেজে দেখা যায়, বচসা থেকে গড়ায় হাতাহাতি। তার পরই আচমকা ছুরি হাতে অন্য এক চালকের উপর ঝাঁপিয়ে পড়ল আর এক চালক। সম্পূর্ণ ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়।
advertisement

হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন ধূলাগড় ট্রাক টার্মিনাসে মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক এই মার্কেটে আসে। তাদের মধ্যে চার-পাঁচ জন দক্ষিণ ভারত থেকে আসা চালকের মধ্যে কোনও একটি কারণে বচসা হয়। সেই বচসা পৌঁছয় রক্তাক্ত ঘটনায়। জানা যায়, অভিযুক্ত এবং মৃত ব্যক্তি উভয়েই দক্ষিণ ভারতের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রবি কুমার।

advertisement

আরও পড়ুন : গঙ্গা পারাপারে এ বার স্মার্ট ফেরি! অত্যাধুনিক সুযোগ সুবিধের ডালি! ত্রিবেণী-হলদিয়া প্রথম দফার কাজ প্রায় সম্পূর্ণ!

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে প্রথমে কথা কাটাকাটি। তার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি শুরু হয়। এরপরই আচমকা ছুরির কোপ । সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একাধিক বার ধর ও গলার মাঝের অংশে এলোপাথাড়ি কোপ পড়ে। মুহূর্তেই রক্তে ভেসে যায় সেই স্থান। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কী কারণে এই ছুরির কোপে খুন করা হল, এ বিষয়ে তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
CCTV Footage: সিসিটিভি ফুটেজে বন্দি নৃশংস হত্যাকাণ্ড! ঝগড়া, হাতাহাতি থেকে এলোপাথাড়ি ছুরির কোপ! পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিহত ট্রাকচালক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল