পুলিশ, সাধারণ মানুষ দ্রুত পৌঁছে যায় দুর্ঘটনাগ্রস্থ গাড়ির সামনে, গাড়ির সামনে যেতেই সবাই হতবাক| দেশলাইয়ের বাক্সের মতো দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে বাঁচার আর্তি জানাচ্ছে আট যুবক| কারোর মাথা দেখা যাচ্ছে তো কারোর হাত| ঘটনার প্রবাহ দেখেই দ্রুত শুরু হয় উদ্ধারের কাজ|
আরও পড়ুন : ঝলমলে পাহাড়! শৈলশহর থেকে কাঞ্চন দর্শন, মুগ্ধ পর্যটকরা
advertisement
লরি থেকে শাবল নিয়ে গাড়ির ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার কাজ শুরু হয়| যানজট কাটিয়ে পৌঁছায় ক্রেন| গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে একে একে আটজনকেই উদ্ধার করে পুলিশ ও সাধারণ মানুষ| প্রায় একঘন্টার চেষ্টাই সকলকেই উদ্ধার করা হয়| উদ্ধার হওয়া আটজনের অল্পবিস্তর আঘাত লাগে| তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে|
আরও পড়ুন : নাবালিকা বিয়ে রুখে জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হল কন্যাশ্রীদের
ঘটনার সূত্রপাত ১৬ নম্বর ও দুই নম্বর জাতীয়সড়কের সংযোগস্থল নিশ্চিন্দার মাইতি পাড়া ব্রিজের কাছে রবিবার রাত এগারোটা নাগাদ। পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে আট জন বারাসাতের দিকে যাচ্ছিলেন| গাড়ি মাইতি পাড়ার ব্রিজের কাছে জিরো পয়েন্টে পৌঁছালে আচমকা পিছন থেকে একটি বড় ট্রেলার গাড়িটিকেনিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। প্রচন্ড জোরে ধাক্কায় গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ভেতরেই আটকা পড়েন আটজন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সকলেই বেলদার বাসিন্দা, বারাসাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন| এই দুর্ঘটনার জেরে ডানকুনি থেকে বালির দিকে এমনকি বালি ও হাওড়ার দিক থেকে ডানকুনির দিকে যাওয়ার সব রাস্তায় বন্ধ হয়ে যায়| দীর্ঘ যানজট কাটতে কাটতে ভোর হয়ে যায়|