TRENDING:

ট্রেলারের ধাক্কায় চিঁড়ে চ্যাপ্টা গাড়ি, ভিতরে আটকে ৮ যুবক! হাওড়ায় জোর রক্ষা

Last Updated:

প্রচন্ড জোরে ধাক্কায় গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ভেতরেই আটকা পড়েন আটজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: চারচাকা গাড়িকে পিষে দিলো লোহা বোঝাই ট্রেলার। দুমড়ে মুচড়ে গেলো গাড়ি। দুর্ঘটনার দৃশ্য দেখে সবাই হতভম্ব। সবার মাথায় ঘুরছে গাড়ির ভিতরে থাকা মানুষগুলোর পরিণতির কথা ভেবে।
advertisement

পুলিশ, সাধারণ মানুষ দ্রুত পৌঁছে যায় দুর্ঘটনাগ্রস্থ গাড়ির সামনে, গাড়ির সামনে যেতেই সবাই হতবাক| দেশলাইয়ের বাক্সের মতো দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে বাঁচার আর্তি জানাচ্ছে আট যুবক| কারোর মাথা দেখা যাচ্ছে তো কারোর হাত| ঘটনার প্রবাহ দেখেই দ্রুত শুরু হয় উদ্ধারের কাজ|

আরও পড়ুন : ঝলমলে পাহাড়! শৈলশহর থেকে কাঞ্চন দর্শন, মুগ্ধ পর্যটকরা

advertisement

লরি থেকে  শাবল নিয়ে গাড়ির ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার কাজ শুরু হয়| যানজট কাটিয়ে পৌঁছায় ক্রেন| গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে একে একে আটজনকেই উদ্ধার করে পুলিশ ও সাধারণ মানুষ| প্রায় একঘন্টার চেষ্টাই সকলকেই উদ্ধার করা হয়| উদ্ধার হওয়া আটজনের অল্পবিস্তর আঘাত লাগে| তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে|

advertisement

আরও পড়ুন : নাবালিকা বিয়ে রুখে জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হল কন্যাশ্রীদের

ঘটনার সূত্রপাত ১৬ নম্বর ও দুই নম্বর জাতীয়সড়কের সংযোগস্থল  নিশ্চিন্দার মাইতি পাড়া ব্রিজের কাছে  রবিবার রাত এগারোটা নাগাদ। পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে আট জন বারাসাতের দিকে যাচ্ছিলেন| গাড়ি  মাইতি পাড়ার ব্রিজের কাছে জিরো পয়েন্টে পৌঁছালে আচমকা পিছন থেকে একটি বড় ট্রেলার  গাড়িটিকেনিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। প্রচন্ড জোরে ধাক্কায় গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ভেতরেই আটকা পড়েন আটজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উদ্ধার হওয়া ব্যক্তিরা সকলেই বেলদার বাসিন্দা, বারাসাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন| এই দুর্ঘটনার জেরে ডানকুনি থেকে বালির দিকে এমনকি বালি ও হাওড়ার দিক থেকে ডানকুনির দিকে যাওয়ার সব রাস্তায় বন্ধ হয়ে যায়| দীর্ঘ যানজট কাটতে কাটতে ভোর হয়ে যায়|

বাংলা খবর/ খবর/হাওড়া/
ট্রেলারের ধাক্কায় চিঁড়ে চ্যাপ্টা গাড়ি, ভিতরে আটকে ৮ যুবক! হাওড়ায় জোর রক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল