১) তেজপাতা, দারচিনি ও লেবুর টুকরো একসঙ্গে একটা ছোট বাটিতে নিয়ে ঘরের কোনায় রেখে দিন। টানা ৪-৫ ঘণ্টা পর্যন্ত ঘরে মিষ্টি, ফুরফুরে একটা গন্ধ ঘুরপাক খাবে। একই ফল দেয় লেবুপাতা ও কমলালেবুর শুকনো খোসা।
২) ১ কাপ জলে ২ টেবিল চামচ কম দামি অ্যালকোহল (রাবিং অ্যালকোহল দিলে কাজ হবে না, ভদকা-জাতীয় চলতে পারে) এবং আপনার পছন্দের ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরে ছিটিয়ে দিন। দেখবেন, ব্র্যান্ডেড রুম ফ্রেশনারকে হার মানাবে!
advertisement
৩) ছোট কার্ডবোর্ড বাক্সে কিছুটা বেকিং সোডা ও কয়েক ফোঁটা গন্ধ তেল দিয়ে বন্ধ করে রাখুন। উপরে ছোট্ট ফুটো করে দেবেন। এটি বাথরুম বা ঘরের কোনায় রাখলে দুর্গন্ধ চলে যায়। ক'দিন অন্তর খালি একটু তেল ঢেলে দেবেন।
৪) রান্নাঘরে দুর্গন্ধ রুখতে, অল্প দারচিনি, এলাচ ও তেজপাতা জলে মিশিয়ে ফোটান। মিশ্রণ ফুটে গেলে, আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন, যাতে ভাপ সারা রান্নাঘরে ছড়িয়ে পড়ে।
৫) ফ্রিজে পচা গন্ধ? পাতিলেবু অর্ধেক কেটে ফ্রিজের কোনায় রেখে দিন। অথবা, আইস-ট্রে তে ভিনিগার জমিয়ে রাখুন। কিংবা রেখে দিন এক বাটি ওট, কফি অথবা কাঠকয়লা।