১১ মে কেমন হবে রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান? কেমন সাজেই বা দেখা যাবে তাঁদের?
সম্প্রতি সংবামাধ্যমকে ফ্যান মোমেন্ট বলতে গিয়ে রণবীর জানালেন, ‘আমি বুঝতেই পারছিলাম, কিছু একটা ঘটছে ৷ কিন্তু বোকা ফ্যানটি, পুরো রেকর্ডিংটা করছিল মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে৷ আর সেই আলোর কারণেই ধরে ফেলা ৷ না হলে আজ আমার এমএমএস বিখ্যাত হয়ে যেত !’
advertisement
রণবীর জানান, ‘আমি ফ্যানকে গিয়ে চটপট ধরে ফেলি ৷ হাত থেকে কেড়ে নিই ফোনটা ৷ নিজেই তাঁর ফোন থেকে সব ডিলিট করে দিই ! ফ্যানেরা মাঝে মধ্যে সত্যিই সীমাহীন হয়ে পড়ে !’
Location :
First Published :
March 23, 2018 2:12 PM IST